Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ গানে দুর্দান্ত এক্সপ্রেশন খুদে কন্যার, রইল ভিডিও

Updated :  Sunday, March 27, 2022 9:59 AM

বর্তমান যুগে ইনস্টারিল বানানো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই রীতিমতো মজে রয়েছেন ইনস্টারিল নিয়ে। ছোট থেকে বড় সকলেই নিজের পছন্দমত গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম একটি গুরুত্বপূর্ণ এবং পছন্দের প্ল্যাটফর্ম সাধারণ থেকে তারকা সকলের কাছেই। একরত্তি বাচ্চাগুলোও বাদ থাকছে না। সম্প্রতি তেমনি একটি বাচ্চা মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামের পাতায়।

সামাইরা থাপা এই একরত্তি নেপালি মেয়েটি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে বেশ ভালোই পরিচিত। একদম ছোট বয়স থেকেই এই ধরনের ভিডিও বানিয়ে আসছে সে। তার এক্সপ্রেশন দেখে রীতিমতো মাথা ঘুরে যায় সকলের। প্রতিটা গানের সাথে তার নাচের ভিডিও ভাইরাল নেটপাড়ায়। সম্প্রতি ‘হাওয়া হাওয়াই’ গানের সাথে রিল ভিডিওতে তার এক্সপ্রেশন দেখে রীতিমতো মাথা ঘুরেছে অধিকাংশের। কবিতা কৃষ্ণমুর্তির কন্ঠে এই গান আজও হিট মানুষের মাঝে। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে এই গানের সাথে পর্দায় নাচতে দেখা গিয়েছিল প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অনিল কাপুর।

সম্প্রতি সামাইরার পুরনো একটি ইনস্টারিল এই মুহুর্তে ভাইরাল নেটমাধ্যমের পাতায়। এই রিল ভিডিওতে বাচ্চা মেয়েটিকে ‘হাওয়া হাওয়াই’ গানের সাথে এক্সপ্রেশন দিতে দেখা গিয়েছে। নিজের ঘরে একটি টুলের উপর বসে এই ভিডিওটি বানাতে দেখা গিয়েছে সামাইরাকে। ভিভিডিওতে বাচ্চাটিকে হলুদ রঙের অফ-শোল্ডার টপ ও জিন্সের হট প্যান্টে দেখা গিয়েছে। চোখে ছিল চশমা। ভিডিওটি গতবছর সেপ্টেম্বর মাসে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছিল। বর্তমানে এই ভিডিওর ভিউজ ৭৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার সোশ্যাল মিডিয়ার পাতায় অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার এই ভিডিওতে তাকে প্রশংসায় ভরিয়েছেন অনেক মানুষ, তা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।