আবারও মেট্রোতে আত্মহত্যা। মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যাক্তি। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। রেল সূত্রে জানা গেছে যে, আজ ১০ টা ৩৫ মিনিটে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। এরফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। খবর সুত্রে জানা গেছে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার পর কবি সুভাষ থেকে নোয়াপাড়া যাওয়ার মেট্রো পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় ডাউন লাইনেও পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে ছুটির দিনে ভোগান্তিতে সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন জানিয়েছেন যে, মেট্রোটি রবীন্দ্র সরোবর স্টেশনে ঢোকার একটু আগেই আত্মঘাতী ওই ব্যক্তি হঠাৎ করেই লাইনে ঝাঁপ দেন। যতক্ষণে ব্রেক কষা হয় তার আগেই তিন থেকে চারটি কামরা তার ওপর দিয়ে পেরিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : ঢাকুরিয়ার সেলিমপুরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বস্তি
যদিও আত্মহত্যা করার চেষ্টা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম থেকে যাতে কেউ ঝাঁপ দিতে না পারেন তার জন্য স্ক্রিন ডোরের ব্যবস্থা রয়েছে। কিন্তু কবি সুভাষ থেকে দমদম বা নোয়াপাড়াগামী মেট্রোয় এখনও আত্মহত্যার চেষ্টা বন্ধ করা সম্ভব হয়নি। সাধারণ যাত্রীদের অসুবিধা কমাতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।