Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনায় আক্রান্ত হওয়ায় আত্মঘাতী যুবক

Updated :  Thursday, September 10, 2020 6:30 PM

নবদ্দীপ: মহামারী করোনা গোটা বিশ্বের মানুষের মধ্যে যে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করেছে, তা আবার প্রমাণ হল। নদিয়ার নবদ্বীপ ব্লকের চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের চরমাজদিয়া গ্রামে এক যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মোবাইলে সেই রিপোর্ট দেখতে পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মহম্মদ মুস্তাকিন মনসুরি নামে এক যুবক।

প্রায় দশ বছর আগে বিহারের বেগুসরাই জেলার ভগবানপুর থানার অন্তর্গত  সাঞ্জার গ্রাম থেকে  নবদ্বীপে আসেন মহম্মদ মুস্তাকিন মনসুরি। এখানে এসে ভাই ও বাবার সঙ্গে লেপ-তোষক বানানোর কাজ করতেন। বাকি পরিবারের সদস্যরা বিহারে থাকে। এই ঘটনায় স্বভাবতই তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই মহামারী করোনা যে আর কত মানুষের প্রাণ নেবে তা অজানা।