Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একই মণ্ডপে দুজন প্রেমিকাকে বিয়ে করলেন এক ব্যক্তি, তুমুল ভাইরাল ভিডিও

Updated :  Thursday, January 7, 2021 7:15 PM

এই পৃথিবীতে (World) এমন অনেক ঘটনা ঘটে, যা বাস্তবে ঘটলেও বিশ্বাস করা কঠিন। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর অতি সহজেই পাওয়া যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন খবর অনেক অজানা তথ্য সকলের সামনে নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল (Viral) হওয়া ঘটনা জানান দেয় যে, পৃথিবীর বুকে এমন অনেক ঘটনা আছে যা আজও আমাদের অজানা। এমনই এক ঘটনা ঘটেছে ছত্রিশগড়ে যা শুনলে আপনি অবাক হবেন।

ছত্রিশগড়ের একজন কৃষক, নাম চন্দু ময়ূরা। তিনি একই সঙ্গে একই মণ্ডপে দুই মহিলাকে বিয়ে করেছেন। ঘটনার সূত্রপাত তিন বছর আগে। যখন চন্দু প্রেমে পড়েছিল একুশ বছরের সুন্দরীর। তারপর টেলিফোনের মাধ্যমে তাদের সম্পর্ক একটা একটা করে দিন পেরোতে থাকে। পরবর্তীকালে দুজনেই সিদ্ধান্ত নেন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এমন সময় চন্দু পুনরায় হাসিনা নামে আর এক মহিলার প্রেমে পড়ে যান। এক আত্মীয়ের বিয়েতে হাসিনাকে প্রথম দেখেছিলেন চন্দু। যদিও তিনি হাসিনাকে নিজের প্রথম প্রেমের কথা জানাতে ভোলেননি। সব জেনেও হাসিনা তার সঙ্গে সম্পর্কের থাকতে চান।

পরবর্তীকালে সুন্দরী ও হাসিনা একে অপরের সম্পর্কের কথা জানতে পারে। দুজনের সম্মতিতেই একই সঙ্গে দুটি প্রেমকেই বয়ে নিয়ে যায় চন্দু। একদিন হঠাৎ এরই মধ্যে হাসিনা চন্দুর বাড়িতে এসে থাকতে শুরু করে। সুন্দরী সেই খবর জান্ততে পেরে তিনিও চন্দুর বাড়িতে থাকতে শুরু করে। তারপর পাড়া-প্রতিবেশীরা এই লিভ ইন সম্পর্কে সমালোচনা শুরু করলে চন্দু সিদ্ধান্ত নেন একসঙ্গে দুই মহিলাকে তিনি বিয়ে করবেন। আর তার সিদ্ধান্তের সম্মতি জানান সুন্দরী ও হাসিনাও। আর তারপর একই মণ্ডপে কর্নাটকের চিকমাগালুরূতে দুই মহিলাকে বিয়ে করেন চন্দু। আর এই দৃশ্যের সাক্ষী রইল গোটা গ্রাম। এই অদ্ভুত বিয়ের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা কার্যত ঝড় তুলেছে নেট দুনিয়ায়।