বিগত কয়েক মাস যাবত ভারতের সোনার দাম অনেকটাই বেশি থাকলেও, চলতি সপ্তাহের শুরুতে সোনার দামে হুড়মুড়িয়ে পতন হয়েছে। একদিকে বিয়ের মৌসুম আবার অন্যদিকে সোনার দামে পতন, সবমিলিয়ে এই মুহূর্তে ভারতের সোনার বাজার অনেকটাই ভালো। এর ফলে গ্রাহকদের মধ্যে কেনাকাটার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।
কলকাতার বাজারে গতকাল ৯৯৯ পিউরিটির (২৪ ক্যারেট) সোনার দাম প্রতি ভরি (১০ গ্রাম) ৬১,৮৭২ টাকায় দাঁড়িয়েছে, যা গত সপ্তাহের তুলনায় ২,৫১৬ টাকা কম। এর পাশাপাশি ৯৯৫ পিউরিটির (২৩ ক্যারেট) সোনার দাম প্রতি ভরি ৬১,৬২৪ টাকা, ৯১৬ পিউরিটির (২২ ক্যারেট) সোনার দাম ৫৬,৬৭৫ টাকা, ৭৫০ পিউরিটির (১৮ ক্যারেট) সোনার দাম ৪৬,৪০৪ টাকা এবং ৫৮৫ পিউরিটির (১৪ ক্যারেট) সোনার দাম ৩৬,১৯৬ টাকায় স্থিতিশীল রয়েছে।
সোনার দাম কমার কারণ হিসেবে বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতনের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধিও সোনার দাম কমাতে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। সোনার দাম কমার ফলে বিয়ে বাড়িসহ বিভিন্ন অনুষ্ঠানে সোনা কেনার আগ্রহ বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তারা আশা করছেন, আগামী সপ্তাহেও সোনার দাম পতনের ধারা অব্যাহত থাকবে। সোনার দাম কমার সুযোগে অনেকেই এখনই সোনা কেনার পরিকল্পনা করছেন। এতে তাদের কেনাকাটার খরচ কিছুটা কমবে।