স্টাফ রিপোর্টার, ত্রিপুরা: করোনার সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্সিং বর্তমানে একটা বড় পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কথা মাথায় রেখেই ত্রিপুরার বাসিন্দা পেশায় মেকানিক পার্থ সাহা তৈরি করে ফেললেন ব্যাটারি চালিত একটি বাইক। যা চালক ও সওয়ারির মধ্যে ১ মিটারের দূরত্ব বজায় রাখবে। বাইকটি তিন ঘন্টা চার্জ দিলে ৮০ কিমি পথ অতিক্রম করতে সক্ষম হবে।
আগরতলার আড়ালিয়ার বাসিন্দা পার্থ সাহা জানান, করোনা ভাইরাসের ফলে একে অপরের থেকে কমপক্ষে ১ মিটারের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সেকথা মাথায় রেখেই তিনি তৈরি করলেন এমন এক বাইক যা চালকের সঙ্গে সওয়ারির মধ্যে এক মিটারের ব্যবধান রাখতে পারে।
এই বাইকে করেই এখন তিনি নিজের যাবতীয় কাজ সারেন। লক ডাউনের পর মেয়ের স্কুল খুললে তিনি এই বাইকে করেই তাঁকে স্কুলে পৌঁছে দেবেন। আর এর ফলে করোনা সংক্রমণের আশঙ্কা কম থাকবে বলে মনে করছেন তিনি।