Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্টেশন ভেঙে ছিটকে বেরিয়ে গেল মেট্রো

Updated :  Tuesday, November 3, 2020 3:05 PM

নেদারল্যান্ডস: একদিকে যখন অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসবাদী ল হামলায় কার্যত আতঙ্কিত হয়ে রয়েছে ভিয়েনাবাসী, ঠিক তখনই অন্যদিকে নেদারল্যান্ডসের রতারদামে ঘটে গেল আরও এক ভয়াবহ দুর্ঘটনা। স্টেশনের পাঁচিল ভেঙে ছিটকে গেল মেট্রো। শুনে অবাক হচ্ছেন তো? অবাক করা ঘটনাটিই বাস্তবে ঘটেছে। যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তবুও আতঙ্কিত মেট্রো চালক।

যেভাবে প্রবল গতিতে স্টেশনের পাচিল ভেঙে মেট্রোটি লাইনচ্যুত হয়ে গিয়েছিল, তাতে সেটির নিচে পড়ে যাওয়ারই কথা। কিন্তু কপালের জোরে মেট্রো নিচে পড়ে যায়নি। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কোনও যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি সঠিক স্থানে দাঁড়াতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রবল গতিতে সামনের পাঁচিলে ধাক্কা মারে। পাঁচিল ভেঙে আরও খানিকটা এগিয়ে যায় মেট্রোর সামনের কয়েকটি বগি। কিন্তু ভাগ্য সদয় ছিল। তাই মারাত্মক দুর্ঘটনা এড়ানো গেল সহজেই। মেট্রো স্টেশনের ঠিক পাশেই রয়েছে একটি পার্ক। সেই পার্কের সৌন্দর্যায়নের জন্য দু’টি বিশালাকার তিমির লেজের স্থাপত্য তৈরি করা ছিল। মেট্রোর সামনের বগিটি স্টেশনের পাঁচিল ফুঁড়ে বেরিয়ে সোজা একটি তিমির লেজে গিয়ে আটকে যায়। তারপর সেখানেই ঝুলে থাকে সেটি। ফলে কোনওরকম প্রাণহানি ঘটেনি। এমনকি ভয়ঙ্কররকম ক্ষয়ক্ষতিও আটকানো গিয়েছে।

তবে এই ভয়াবহ দুর্ঘটনার সময় মেট্রো ভেতর কোনও যাত্রী ছিল না। শুধুমাত্র মেট্রো চালক ছিলেন। যাত্রী না থাকায় মেট্রোর ওজন হালকা হওয়ায় ক্রেনের সাহায্যে মেট্রোটিকে নিচে নামিয়ে আনা অনেকটাই সহজ হয়েছিল। সুতরাং, সব মিলিয়ে বড়োসড়ো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে সকলে, এমনটা বলাই যায়।