নয়াদিল্লি: সারাজীবন বিমান পরিষেবা বিনামূল্যে কেউ বোধ হয় এর আগে পায়নি। কিন্তু এবার পেল। কোনও সেলিব্রেটি নয়। একজন সদ্যোজাত এই পরিষেবা সারাজীবন বিনামূল্যে পেতে চলেছে। বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় এক মহিলা ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে পুত্রসন্তানের জন্ম দেন। যেহেতু বিমানের মধ্যে এই সদ্যোজাত জন্ম হয়েছে, সেহেতু এই পুত্রসন্তানকে সারাজীবন বিনামূল্যে বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স।
এক বিবৃতির মাধ্যমে এ কথা ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ‘ভালভাবে সন্তান ও মাকে পৌঁছে দেওয়া হয়েছে বেঙ্গালুরুতে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে ও ভাল আছে।’ বেঙ্গালুরুতে রাত সাড়ে আটটা নাগাদ ওই বিমান অবতরণ করে।
সকলে সদ্যোজাতকে নিয়ে রীতিমতো মেতে ওঠে বিমানের মধ্যে। তারপরই এয়ারলাইন্সের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এই সদ্যোজাতকে সারাজীবন বিনামূল্যে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমান পরিষেবা দেওয়া হবে। স্বভাবতই খুশি সদ্যজাতর পরিবার।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’