Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সেনার হাতে আসতে চলেছে এই বিশেষ কার্বাইন, এক নিমেষে ঘায়েল হবে শত্রু

Updated :  Sunday, December 27, 2020 5:40 PM

নয়াদিল্লি: ডিআরডিও-র মুকুটে নয়া পালক। এবার সেনার জন্য তৈরি করেছে এক বিশেষ কার্বাইন। প্রতি মিনিটে প্রায় ৭০০ রাউন্ড গুলি করতে পারে এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ডিআরডিও এই কথাটি জানিয়েছে। সেইসঙ্গে তারা জানিয়েছে, সেনাও এই আগ্নেয়াস্ত্র পরীক্ষা করে দেখেছে। এখনএটি ব্যবহারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওই প্রতিবেদন মোতাবেক সম্ভবত এটি সিআরপিএফ, বিএসএফ ও রাজ্য পুলিশে সশস্ত্র বিভাগের কাছে এই আগ্নেয়াস্ত্রগুলি দেওয়া হতে পারে। এই আগ্নেয়াস্ত্রটি অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে। বর্তমানে ব্যবহার করা ৯ এমএম কার্বাইনের জায়গায় এটি প্রতিস্থাপন করা হবে।

উন্নতমানের এক এসএমজি-টির নকশা তৈরি করে ডিআরডিও নিজেই। বন্দুকটি এতোটাই হাল্কা যে এক হাতেও গুলি চালানো যাবে। সেইসঙ্গে গুলি চালানোর সময়ে আগ্নেয়াস্ত্র থেকে কোনও সমস্যা হবে না। সঠিক লক্ষ্যবস্তুতে ঠিকমতো নিশানায় আঘাত হানতে সক্ষম এই কার্বাইন। এই আগ্নেয়াস্ত্রটির গুলি পুণেতে তৈরি হবে।