দিল্লিতে পরপর গুলি করে খুন যুবককে, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই ছবি

নয়াদিল্লি: যেন সিনেমা প্লট।কিন্তু ঘটনা বা দৃশ্য কোনও সিনেমা নয়। একেবারে বাস্তব জীবনের অভিজ্ঞতা। দিল্লিতে প্রকাশ্য রাস্তায় এক যুবককে একটা নয় একেবারে সাত সাতটি গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তারপর হামলাকারীদের ধাওয়া…

Avatar

নয়াদিল্লি: যেন সিনেমা প্লট।কিন্তু ঘটনা বা দৃশ্য কোনও সিনেমা নয়। একেবারে বাস্তব জীবনের অভিজ্ঞতা। দিল্লিতে প্রকাশ্য রাস্তায় এক যুবককে একটা নয় একেবারে সাত সাতটি গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তারপর হামলাকারীদের ধাওয়া করে যুবকের সঙ্গে থাকা এক মহিলা। গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ফুটেজে। সেইসব ছবি দেখলে গা শিউরে উঠবে। এই ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনী এলাকায়। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে শুক্রবার রোহিনী এলাকায় ভারত সোলাঙ্কি নামে এক ২৫ বছরের যুবক তার মহিলা সঙ্গিনীর সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। কেনাকাটার পর জিনিসপত্র গাড়িতে রাখতে যান। সেইসময় তাকে কয়েকজন ঘিরে ফেলে। তারপরই এই শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘিরে ফেলার পর একটা সাদা গাড়িতে বসে থাকা এক ব্যক্তির সঙ্গে সেই গাড়িতে গিয়ে কথা বলেন সোলাঙ্কি। কথা বলার সময় তাকে ওই ব্যক্তি গুলি করে। গাড়ি থেকে মাটিতে লুটিয়ে পড়েন যুবক। তারপর এক টুপি পরা ব্যক্তি লুটিয়ে পড়ে থাকা সোলাঙ্কিকে পাঁচটি পরপর গুলি করে। তারপর তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ওই টুপি পরা ব্যক্তির ওপর ঝাপিয়ে পড়ে সোলাঙ্কির সঙ্গী তরুণী। এমনকি সকলের পেছনে, ওই সাদা গাড়ির পেছনেও ওই তরুণী ধাওয়া করে। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি এলাকার মধ্যে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ২৫ বছরের যুবকের। কে বা কারা এবং কেন প্রকাশ্য রাস্তায় টাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শী হিসেবে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনা এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।