কলকাতা: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের সময় বন্ধ ছিল কলকাতার মেট্রো পরিষেবা। কিন্তু আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর গত একমাস ধরে নিউ নর্ম্যাল পরিস্থিতিতে চালু হয়েছে মেট্রো পরিষেবা। যদিও এই পরিষেবায় বেশ কিছু বদল আনা হয়েছে। সমস্তরকম করোনাবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই মেট্রো চলাচল করছে তিলোত্তমার বুকে। কিন্তু নিউ নর্ম্যাল পরিস্থিতিতেও মেট্রোতে আত্মহত্যার মতো ঘটনা আটকানো গেল না। ফের আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর।
জানা গিয়েছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দুপুর ১২.১২ মিনিট নাগাদ দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেয় এক যাত্রী। তড়িঘড়ি মেট্রোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যক্তি। যদিও এখনও পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
সপ্তাহের দ্বিতীয় দিনে ব্যস্ততম সময়ে মেট্রোয় আত্মহত্যার ঘটনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল পরিষেবাকে। আপ এবং ডাউন দুই ক্ষেত্রেই সাময়িকভাবে প্রায় এক ঘন্টা পরিষেবা বন্ধ ছিল। এর ফলে দুর্ভোগের শিকার হতে হয়েছে নিত্যযাত্রীদের। যদিও সমস্ত কিছু স্বাভাবিক করে এক ঘন্টা পর পুনরায় চালু করা হয়েছে মেট্রো। এখন পরিষেবা স্বাভাবিক রয়েছে।