মালদা জেলার সিংঙ্গাতলা এলাকা থেকে বছর ২৪ এর এক যুবককে ফার্মাসিস্টের জাল সার্টিফিকেট সমেত গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে, ধৃতের নাম জয়দেব দাস। বাড়ি হাওড়া জেলার বড়গাছিয়া দাস পাড়া এলাকায়। বুধবার ওই যুবক মালদায় আসে সিংঙ্গাতলা এলাকায় কোন একটি দোকানে ফার্মাসিস্টের কাজে নিযুক্ত হতে। কিন্তু তার সার্টিফিকেট দেখতেই দোকানদারের সন্দেহ হয়। তারপরে ওই দোকানদার ড্রাগ কন্ট্রোল অফিসে খবর দেয়। ড্রাগ কন্ট্রোল অফিস যুবকের ওই সার্টিফিকেট দেখে ভুয়ো বলে দাবি করলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, বুধবার মালদা জেলা ড্রাগ কন্ট্রোল অফিস থেকে ওই থানায় একটি অভিযোগ আসে। সেই অভিযোগের জাল সার্টিফিকেট সহ জয়দেব দাস কে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই যুবককে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।