Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মা উড়ালপুলে চিনা মাঞ্জার সুতোয় গলা কাটলো এক পুলিশকর্মীর

কলকাতা: মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে ফের ঘটল দুর্ঘটনা। এবার ঘুড়ির সুতোয় গলা কাটলো এক কর্তব্যরত পুলিশকর্মীর। আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় ফের চিনা মাঞ্জা…

Avatar

কলকাতা: মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে ফের ঘটল দুর্ঘটনা। এবার ঘুড়ির সুতোয় গলা কাটলো এক কর্তব্যরত পুলিশকর্মীর। আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় ফের চিনা মাঞ্জা নিয়ে কড়া নজরদারি শুরু করল কলকাতা পুলিশ।

মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনার খবর নতুন কিছু নয়। এর আগেও এমন বহু খবর প্রকাশ্যে এসেছে। যদিও তারপর থেকে কলকাতা পুলিশ দুপুর এবং বিকেলের সময়ে কড়া নজরদারি চালায়। কোথা থেকে কোনও ঘুড়ির সুতো এসে মা উড়ালপুলে পড়ছে কিনা, সেটা দেখার জন্য। কিন্তু এই কড়া নজরদারির মধ্যেও এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ এক কর্তব্যরত পুলিশকর্মী বাইকে করে বাইপাস থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন। তখনই তার গলায় চিনা মাঞ্জার সুতো জড়িয়ে যায় এবং তিনি আহত হয়ে পড়েন। তাকে বাইক থেকে লুটিয়ে পড়তে দেখে অন্যান্য পুলিশকর্মীরা তড়িঘড়ি এসে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যান। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ঘুড়ির সুতোয় তার গলা কেটে গিয়েছে। এই ঘটনার পর আরও কড়াকড়ি শুরু করেছে কলকাতা পুলিশ।

সাধারণত প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর পর থেকে এই উৎসবের মরশুমে মা উড়ালপুলে চিনা মাঞ্জার প্রভাব দেখা যায়। এর ফলে যে বহু দুর্ঘটনা ঘটেছে। তারপর নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। পরবর্তী সময়ে এই নজরদারির ফলে দুর্ঘটনা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু ফের এ বছর আবারও এক পুলিশকর্মী আহত হলেন চিনা মাঞ্জার ঘুড়ির সুতোয়। তাই নতুন করে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

About Author