বেঙ্গালুরু: আরও এক ধর্ষণের ঘটনায় কেঁপে উঠল দেশ। ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করল ৬৮ বছরের এক পুরোহিত। এমন ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর বাগেপল্লীতে। ঘটনায় অভিযুক্ত পুরোহিতকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
বেঙ্গালুরু শহরের বাগেপল্লীর বাসিন্দা ভেঙ্কটরমণাপ্পা। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মন্দিরেই পুরোহিতের কাজ করত ধৃত। তার জামাই দেবনহল্লি অঞ্চলের একটি মন্দিরের পুরোহিত। মেয়ে-জামাই শহরের বাইরে যাওয়ায় তাঁরা ভেঙ্কটরমণাপ্পাকে বলেন, মঙ্গলবার সন্ধেবেলা মন্দিরে পুজো দিয়ে দিতে। সেই মতোই মঙ্গলবার মেয়ে-জামাইয়ের বাড়িতে গিয়েছিল ভেঙ্কটরমণাপ্পা। অভিযোগ, মেয়ে-জামাইয়ের অনুপস্থিতিতে এক প্রতিবেশীর দশ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে ভেঙ্কটরমণাপ্পা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃত ব্যক্তি মেয়ে-জামাইয়ের বাড়ির সামনে ১০ বছরের নাবালিকা খেলছিল। তাকে একা খেলতে দেখে সন্দেশ খাওয়ানর টোপ দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায় সে। তারপরই তাকে খালি বাড়িতে ধর্ষণ করে। মেয়েকে অনেকক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন চিন্তায় খোঁজ শুরু করে। স্থানীয় এলাকার একটি ফুলের দোকানে খোঁজ করলে সেই ফুলের দোকানদার জানায় যে, পুরোহিতের সঙ্গে মেয়েটিকে বাড়িতে ঢুকতে দেখেছে। তাই সেই বাড়িতে ছুটে গিয়ে পরিবারের লোকজন দেখে মেয়েটি কাঁদছে। টার কাছ থেকে সমস্ত কথা জেনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় এবং বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, ওই বাড়িতে ঢুকেছিল নাবালিকা। তাই অভিযোগ প্রমাণিত, এমনটা বলাই যায়। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার।