Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাবালক, ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ

Updated :  Sunday, January 24, 2021 4:10 PM

মালদা: আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মালদার (Malda)  ভুতনি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুরের সনাতন টোলা এলাকায়। নির্যাতিতাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College & Hospital) শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

জানা গিয়েছে, গত শুক্রবার বিয়েবাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওই নাবালিকাকে নিয়ে যায় এলাকারই এক নাবালক। অভিযোগ এর পরেই ওই নাবালক তাকে ধর্ষণ করে। বাড়িতে ফিরে ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায় ওই নাবালিকা। এরপর নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।

এদিকে ঘটনার কথা জানিয়ে ভুতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে।