জলপাইগুড়ি: গতকাল, মঙ্গলবার (Tuesday) রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। একটি পাথর বোঝাই ট্রাকের তলায় চাপা পড়ে দুটি গাড়ি এবং ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু (Children) সহ ১৪ জনের। আহত হয়েছে ন’জন। আশঙ্কাজনক অবস্থায় ওই ন’জনকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Super Speciality Hospital) ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত এবং আহত ময়নাগুড়ির রানিরহাটের বাসিন্দা। তিনটি গাড়িতে করে তারা ধুপগুড়িতে বিয়েবাড়ি যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উল্টো লেন ধরে তিনটি গাড়ি পরপর যাচ্ছিল। আর তখনই সঠিক লেন ধরে আসা একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে সংঘর্ষ লাগে এবং দুটি গাড়ির ওপর সেই ট্রাক উল্টে যায়। যার ফলে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ বাহিনী। সেখান থেকে মৃতদেহ এবং আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ধুপগুড়ি পুরসভার উপপ্রধান রাজেশ সিং জানিয়েছেন, এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ফোন করে বিস্তারিতভাবে খোঁজ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রাকটি ওভারলোডেড ছিল এবং তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।