Today Trending Newsদেশনিউজপলিটিক্স

দেশের সেরার সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দ্বিতীয় স্থানে কেজরিওয়াল, তিনে মমতা

Advertisement

নয়াদিল্লি: বিভিন্ন ক্ষেত্রে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। কিন্তু রিপোর্ট কার্ডে তিনিই সেরা। একবার নয়। দুবার নয়। তিনবার নয়। টানা চারবার দেশের সেরা মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে নির্বাচিত হলেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adiyyanth)। ইন্ডিয়া টুডে (India Today) গ্রুপের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় ২৫ শতাংশ ভোট পেয়ে দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সেরার সেরা শিরোপা পেয়েছেন আদিত্যনাথ।

১৪ শতাংশ ও ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি।
বিহারের নির্বাচনে জেডিইউয়ের ভরাডুবি খুব একটা প্রভাব ফেলেনি নীতীশ কুমারের জনপ্রিয়তায়। ৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ। ‘লাভ জিহাদ’ আইন প্রণয়নে দেশ জুড়ে যোগী সমালোচনায় বিদ্ধ হলেও দেখা গিয়েছ ৫৪ শতাংশ মানুষ উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপকে সমর্থন করেছে। বিরোধিতা করেছে ৫৮ শতাংশ মানুষ। হাথরস ধর্ষণকাণ্ডও টলাতে পারেনি আদিত্যনাথের জনপ্রিয়তাকে। দেশ জুড়ে প্রশংসা কুড়িয়েছে গো হত্যার বিরুদ্ধে আইন প্রণয়নও। রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে টেনে তুলেছে শীর্ষস্থানে।

রাজ্য স্তরে সেরা পারফর্ম করে বাজিমাত করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ ৫১ শতাংশ ভোট পেয়েছেন তিনি৷ ৪১ শতাংশ ভোট পেয়ে দুয়ে রয়েছেন কেজরিওয়াল৷ তিনে যোগি (৪১ শতাংশ), চারে মহরাষ্ট্রের উদ্ধব ঠাকরে (৩৫ শতাংশ) ও পাঁচে তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও (৩৫ শতাংশ)।

Related Articles

Back to top button