Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবসাদের জেরে মা-বাবাকে খুন করে এক ঘরে ছেলে

Updated :  Thursday, November 19, 2020 10:39 AM

হাওড়া: মা-বাবাকে খুন করে পাশের ঘরে বসে রয়েছে ছেলে। এমন মর্মান্তিক হাড় হিম করা ঘটনাটি ঘটেছে হাওড়া শিবপুরে। পচা গলা মৃতদেহ থেকে আবাসনে বাজে গন্ধ ছড়ায়। কিসের গন্ধ তা বোঝার জন্য বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকা ফ্লাটের দরজা ভাঙা হয়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় দরজা ভেঙে ঘরে ঢুকতেই সবাই হতবাক। দেখা যায় মায়ের পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে সোফায়। পাশের ঘরে পড়ে রয়েছে বাবার মৃতদেহ, আর তার পাশে হাতে ও জামাকাপড়ে রক্তের দাগ নিয়ে বসে আছে তাদের ছেলে। এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।

ইতিমধ্যেই ছেলেটিকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন। কিন্তু আত্মীয়-স্বজন এবং ছেলেটির ওপর তীব্র সন্দেহ তৈরি হয়েছে পুলিশের। তাই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এমসিএ পাস করে দীর্ঘদিন কর্মহীন হয়ে থাকার জন্য অবসাদে ভুগছিলেন ছেলে। আর অবসাদ থেকেই মা-বাবাকে খুন করে ঘরের মধ্যেই রেখে দিয়েছিলেন তিনি। গোটা ঘটনাস্থল খতিয়ে দেখেছে পুলিশ। সেখান থেকেই বোঝা যায় যে, মা-বাবাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ছেলে। মৃতদের নাম প্রদ্যুৎ বোস ও গোপা বোস। আর ছেলেটির নাম শুভজিৎ বোস। যেহেতু মৃতদেহগুলি পচে-গলে গিয়েছে, সেহেতু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিন-চারদিন আগে এই খুন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে শুভজিৎকে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।