কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার শহরের উডল্যান্ড হাসপাতালে (Woodland Hospital) ভর্তি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শেষ খবর পাওয়া পর্যন্ত, তিনি আপাতত সুস্থই রয়েছেন। আগামীকাল বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি সৌরভকে দেখবেন। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। এতদূর পর্যন্ত খবর, আপনারা সকলেই জেনে গেছেন আশা করি। কিন্তু, আপানারা হয়ত জানেন না যে ওই হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে একটি লাউঞ্জ করা হয়েছে। কারণ? তাহলে গোটা ব্যাপারটা আপানাদের খোলসা করে বলা যাক।
আজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। আসলে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সৌরভের সঙ্গে দেখা করতে চলে আসছেন হাসপাতালে। কিন্তু, সৌরভকে ICU-তে রাখার কারণে প্রত্যেকের সঙ্গে তো আর দেখা করা সম্ভব হচ্ছে না। তাই ওই লাউঞ্জে বসিয়ে তাঁদের সৌরভের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হচ্ছে। সেইসঙ্গে তাঁদের সেইসঙ্গে আগত অতিথিদের চা-কফিও দেওয়া হচ্ছে।
আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালের ৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড বৈঠকে বসেছিল। অন্যদিকে ভার্চুয়ালভাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। জানা গেছে, আগামীকাল তিনি কলকাতায় আসবেন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে, সৌরভকে আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে কি না।
আজ বৈঠকের পর জানানো হয়েছে, সৌরভের মেডিক্যাল রেকর্ড ইতিমধ্যেই পর্যালোচনা করেছেন বোর্ডের সদস্যেরা। সেখানে সবাই মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সৌরভের প্রাথমিক PTCA সহ যাবতীয় চিকিৎসা প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের হার্টে এখনও দুটো ব্লকেজ রয়েছে। সেটা অবশ্যই অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে। তবে এখনই করা হচ্ছে না। আগামীকাল দেবী শেঠি আসার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপরে কবে এই অপারেশন হবে, সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা যেহেতু আপাতত স্থিতিশীল রয়েছে এবং তাঁর বুকে আর কোনও ব্যথা হচ্ছে না, সেকারণে আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে। আপাতত তিনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। এরপর পরবর্তীকালে কবে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হবে, সেই তারিখ ধার্য হলে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি হতে হবে।