ভয়ানক ঘটনা! একটি জ্যান্ত পাখিকে গোটা গিলে নিল একটি মাকড়সা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আমরা পৃথিবীতে ঘটে যাওয়া এমন কিছু অদ্ভুত ঘটনার দৃশ্য চোখের সামনে দেখতে পাই আমরা নিজেরাই হতভম্ব হয়ে যাই। আমরা নিজেরাই নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারিনা এই ধরনের ঘটনা…

Avatar

By

আমরা পৃথিবীতে ঘটে যাওয়া এমন কিছু অদ্ভুত ঘটনার দৃশ্য চোখের সামনে দেখতে পাই আমরা নিজেরাই হতভম্ব হয়ে যাই। আমরা নিজেরাই নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারিনা এই ধরনের ঘটনা আদৌ কিভাবে ঘটছে। আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এই ঘটনাগুলো। এই সোশ্যাল মিডিয়া আমাদের কাছে ছোট-বড় নানা রকম সংবাদ পৌঁছে দেয়, এবং নানান অজানা তথ্য আমাদের কাছে জানা তথ্য হয়ে উঠতে লাগে

বর্তমানে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে এমন এক ভয়ানক ভিডিও।এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মাকড়সা জ্যান্ত পাখিকে গিলে খাচ্ছে। ভিডিওতে মাকড়সার মতো জি প্রাণীটিকে দেখা যাচ্ছে সেই প্রাণীটির নাম হল অ্যাভিচুলারিয়া মানচিং এবং এই প্রাণীটি একটি জ্যান্ত পাখিকে গোটা গিলে খেয়ে ফেলেছে।আর পাখিটি তার প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছে কিন্তু কিছুতেই ছাড়িয়ে উঠতে পারছে না। ভিডিওটি সত্যি নৃশংস একটি ভিডিও।সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওটির ছড়াছড়ি। এই ভয়ানক ভিডিওটা দেখে নেটিজেনরা দুঃখ প্রকাশ করেছে।

https://twitter.com/i/status/1300823913207795712