সবার জীবনে অন্তত একটি শখ থাকা আবশ্যক, এই শখ না থাকলে দৈনন্দিনের কাজের চাপে মানুষ হতাশ হয়ে যাবে, হারিয়ে ফেলবে নিজেকে। এই শখ প্রতিটা মানুষকে নতুন করে ভাবায়, কাজের প্রেরণা দেয় ও উৎসাহ সঞ্চার করে। হিক সেই রকমই এক টোটো চালক গিটার বাজিয়ে বাংলা গান গাইলেন ‘শহরের উষ্ণতম দিনে’। ফেসবুকে মহিনের ঘোড়াগুলি নামে একটি পেজ থেকে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই টোটো চালক বাংলাদেশী। রুটি রুজি জোগাড় হয় এই গাড়ি চালিয়ে কিন্তু মনের সুপ্ত ইচ্ছা মাঝে মধ্যে বেড়িয়ে আসে দিনের আলোর মত। এই মানুষটির নাম আমিনুল ইসলাম রাজু। বাংলাদেশের খুলনার বাসিন্দা। বাংলাদেশের কলেজে গনিতে স্নাতক পড়েছেন তিনি, পাশাপাশি টোটো চালান। আগে শুনে নিন সেই বিখ্যাত গান……………
https://www.facebook.com/watch/?v=694698991399627
গাইতে ভালবাসেন আমিনুল ইসলাম রাজু। আর তাই তিনি বলেছেন, “ভাই আমাকে একটা গিটার দেওয়া যাবে? অনেক দিন হলো বাজানো হয় না।” এরপর তিনি গিটার বাজিয়ে ৩টি গান গাইলেন, তার মধ্যে একটি ‘তোমায় দিলাম (শহরের উষ্ণতম দিনে)’। ইচ্ছে ছিল মিউজিশিয়ান হওয়ার কিন্তু বর্তমানে তিনি একজন ব্যাটারিচালিত অটোচালক (ইজিবাইক)। জীবনে বাচার জন্য হয়তো অনেকে ভিন্ন পথ বেছে নিয়েছেন কিন্তু শখ কারোর জীবন থেকে চিরতরে লুপ্ত হয়ে যায় না। ঠিক সেইরকমই রাজুর গানও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হু হু করে চরিয়ে পড়েছে তাঁর গান।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside