বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেন

পাটনা: উৎসবের মুখে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেন। প্রাণে বাঁচল সকল যাত্রীরা। অক্ষত অবস্থায় ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে প্রত্যেক যাত্রীকে। হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেন।…

Avatar

পাটনা: উৎসবের মুখে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেন। প্রাণে বাঁচল সকল যাত্রীরা। অক্ষত অবস্থায় ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে প্রত্যেক যাত্রীকে। হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেন। চালকের তৎপরতায় যাত্রীরা সুরক্ষিত আছে।

জানা গিয়েছে মঙ্গলবার বিহারের সিলৌট ও সিহো স্টেশনের মধ্যবর্তী এক জায়গায় হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেনের দুটি এসি কামরা। যাত্রীরা দাবি করেছে, সিলৌটের কাছাকাছি হঠাৎই ট্রেনের দুটি এসি কামরা লাফিয়ে ওঠে। তারপরই লাইনচ্যুত হয়ে যায় ওই দুটো এসি কামরা। বিহারের রঘুনাথপুর এলাকায় পড়ে সিলৌট স্টেশন।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, মুজাফফরপুর স্টেশন ছাড়ার পর সিলৌট স্টেশনের কাছাকাছি একটি বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি ট্রেনের গতি কমিয়ে দেন ট্রেনের চালক। তার বুদ্ধিমত্তার জেরেই কার্যত প্রাণে রক্ষা পেয়েছে ট্রেনে থাকা সকল যাত্রী। স্বভাবতই চালকের এ হেন বুদ্ধিমত্তার ভূয়শী প্রশংসা করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক যাত্রীদের সাহায্যার্থে বিশেষ হেল্পলাইন নম্বর খুলেছে রেল। সেই নম্বরটি হল, 06274 232227।