টিটাগড়: বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে নয়া মোড়। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই খুনের ঘটনায়। ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে এই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্তভার নিয়েছে সিআইডি। আর এবার যে চাঞ্চল্যকর তথ্য উঠে এল তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে, এই খুনের ঘটনায় প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজশ রয়েছে। পারিবারিক শত্রুতাকে কাজে লাগিয়েই তিনি এই কাজ করেছেন বলে সূত্রে খবর।
তিন অভিযুক্তকে দফায় দফায় জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, মহম্মদ খুররাম ও মনীশের বিবাদকে ট্রাম্পকার্ড’ করে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন ওই রাজনৈতিক নেতা। এমনকি মনীশকে খুন করার জন্য ভিন রাজ্য থেকে ছ’জন সুপারি কিলারকে ভাড়া করা হয়েছিল বলেও জানা গিয়েছে।
ইতিমধ্যেই ওই ছ’জন সুপারি কিলারকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের খোঁজ চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। তাদের খোঁজ পাওয়া গেলেই মাস্টারমাইন্ড ওই প্রভাবশালী রাজনৈতিক নেতাকে তা জানা যাবে বলে মনে করছে পুলিশ। সব মিলিয়ে মনীশ শুক্লা খুনে এই তথ্যের পরিপ্রেক্ষিতে যে নয়া মোড় এসেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনটা বলাই যায়।