Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার প্রায় ৩৬ ফুট আকারের তিমি মাছ

Updated :  Monday, June 29, 2020 11:45 AM

মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার হয়েছে এক বিশাল আকৃতির তিমি মাছের দেহ। আকারে প্রায় ৩৬ ফুট লম্বা।  ছোটখাটো হাতির মত চেহারা। যদিও সঠিক ওজন জানা যায়নি। সোমবার সকালে এই দৃশ্য দেখা গেছে মন্দারমণিতে।

আর এই বিশাল আকৃতির মাছ দেখতে গিয়ে সোমবার সাত সকালে ভিড় করেছেন স্থানীয় মানুষজন। রীতিমত চমকে গিয়েছেন সবাই। তবে মাছটি আর বেঁচে নেই। মাছটিকে মৃত অবস্থাতে সি বিচের ওপর দেখতে পাওয়া গেছে। এত বিশাল তিমি মাছ আগে কোনোদিন এই সমুদ্রে দেখা যায়নি। এই প্রথম দৈত্যাকার মাছের দর্শন পেয়েছে দিঘার মানুষেরা।

এরপর বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়। স্থানীয় মানুষেরা পুলিশকেও খবর দেন। বন দফতরের কর্মীরা সমুদ্র সৈকতে এসে এত বড় তিমি মাছ দেখে অবাক হয়ে গেছেন। তারা তিমি মাছের ওজন কত হতে পারে তা জানার কাজ শুরু করেছেন। মাছের ওজন কয়েক কুইন্টাল হবে। আর সঠিক আকার না বোঝা গেলেও প্রায় ৩৬ ফুট লম্বা হবে তিমি মাছটি।