দাউ দাউ করে জ্বলছে অস্ট্রেলিয়া, মনুষ্যত্বের জেরে প্রাণ ফিরে পেল কোয়ালা

শ্রেয়া চ্যাটার্জি : বিবেকানন্দ বলেছেন 'জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর' একথা কেই বাস্তবে রূপায়িত করেছেন এই বিদেশিনী, অস্ট্রেলিয়া যখন দাবানলের আগুন দাউদাউ করে জ্বলছে তখন এই বিদেশি মহিলা…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : বিবেকানন্দ বলেছেন ‘জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর’

একথা কেই বাস্তবে রূপায়িত করেছেন এই বিদেশিনী, অস্ট্রেলিয়া যখন দাবানলের আগুন দাউদাউ করে জ্বলছে তখন এই বিদেশি মহিলা পরম স্নেহে কোয়ালা টিকে নিজের বুকের মধ্যে তুলে নিয়েছেন। তাকে জল খাওয়াচ্ছেন। গায়ে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিচ্ছেন।

প্রকৃতি একসময় মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছে, আজ তারই প্রতিশোধ সে নিচ্ছে। মানুষ নিজেই অরণ্যকে ধ্বংস করে বসতি তৈরি করেছিল, উন্নতির দিকে ক্রমশ ছুটে চলেছিল মানবসমাজ। এখন সে নিজেই দাবানল জ্বালিয়ে নিজে থেকেই হয়ত শেষ হতে চাইছে। তবে ভালো মানুষ এখন ও আছে পৃথিবীতে, যার এক জ্বলন্ত উদাহরণ এই নারী।