VIDEO: বাউল গানে খোলা মাঠে অসাধারণ নাচ এক যুবতীর, সোশ্যাল মিডয়ায় ভাইরাল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি শতরূপা চক্রবর্তী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি আবারো ফেসবুকের অফিসিয়াল পেজ ‘চিত্রায়ণ’এর তরফ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে যেখানে শতরূপা চক্রবর্তী নামের এক যুবতীকে জনপ্রিয় বাউল গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ‘মন কোকিলা কুহু কুহু ডাকে রে’এর তালেই দেখা মিলেছে শতরূপার। প্রকৃতির কোলে, সবুজের মাঝে একেবারে গ্রাম্য সাজেই নিজের এই নাচের ভিডিওটি শুট করেছেন তিনি। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার বাসিন্দা শতরূপা। ২৩’শে জুন ‘চিত্রায়ণ’ থেকেই এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল নেটিজেনদের মাঝে, যা এই মুহূর্তে পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছিল, “দয়া করে শেষ অবধি দেখুন। এমন কেউ আছেন যে এই নাচটি দেখার পর বলবেন ভালো লাগেনি!! আমার কাছে তো অনবদ্য লেগেছে। আপনার কাছে!!!নৃত্যে-শতরূপা চক্রবর্তী। চাঁদপাড়া। উত্তর ২৪ পরগনা।
আমাদের “চিত্রায়ণ আর্ট এন্ড এন্টারটেনমেন্ট” পাবলিক গ্রুপ থেকে দর্শকদের চায়েজের উপর ভিত্তি করে নাচটিকে সিলেক্ট করা হয়েছে।” আপাতত, এই ভিডিওটি মনে ধরেছে নেটনাগরিকদেরও, তা কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।