Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নেহা কক্করের গলায় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী

Updated :  Monday, December 7, 2020 6:10 PM

মুম্বই: ট্যালেন্ট যদি থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে না। রানু মন্ডল অন্তত এমনটাই প্রমাণ দিয়েছিল। কিন্তু সেই ট্যালেন্ট ধরে রাখা খুব কঠিন। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে যতক্ষণ, আবার সোশ্যাল মিডিয়া থেকে মুছে যেতে বেশি সময় লাগে না। তবে এই সোশ্যাল মিডিয়ার হিড়িকে সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আর এমনই এক ঘটনা ঘটল ইন্ডিয়ান আইডলের প্লাটফর্মে। সম্প্রতি এক প্রতিযোগী ইন্ডিয়ান আইডলে অডিশন দিতে এসে অন্যতম বিচারক তথা বলিউডের আইটেম গার্ল নেহা কক্করের গলায় তাঁরই গান গেয়েছেন। আর এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, প্রতিযোগীর নাম জেলি তামিনি। অরুণাচল প্রদেশের বাসিন্দা সে। মা স্বরসতীর বাস রয়েছে তার গলায়। আর সেই আশীর্বাদ সঙ্গে নিয়েই ইন্ডিয়ান আইডলের প্লাটফর্মে পৌঁছে গিয়েছেন জেলি। সেখানেই বিচারক বিশাল দাদলানি, হিমেশ রেশামিয়া ও নেহা কক্করের সামনে গান গায় এই যুবক। সব শেষে নেহা কক্করের গাওয়া ‘ও হামসফর’ গানটি অবিকল নেহার গলায় সাবলীলভাবে গেয়ে দেয় এই যুবক। কার্যত বিচারকমণ্ডলীর আসনে বসে থাকা তিন বিচারক হতবাক হয়ে যান। এমনকি বাকরুদ্ধ হয়ে যান নেহা কক্কর নিজেও। সকলেই প্রতিযোগীর ভূয়সী প্রশংসা করেছেন। তবে এই প্রতিযোগিতায় দলের পরবর্তী পর্যায়ে সুযোগ পেয়েছে কিনা তা এই ভিডিওতে দেখানো হয়নি। তবে সুযোগ পাক বা না পাক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই প্রতিযোগীর প্রতিভার ভিডিও, এমনটা বলাই যায়।