Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আধার লকের ক্ষেত্রেও প্রতারণার ফাঁদ, ভুলেও ক্লিক করবেন না অচেনা লিঙ্কে – Aadhaar Biometric Lock

Updated :  Saturday, September 30, 2023 9:38 AM

নতুন ধরনের ফাঁদ পেতেছে প্রতারকরা। এবার আধার কার্ডের সূত্র ধরেই নতুন করে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি বেশ কিছু প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে। শুনলে হয়তো ভয়ে চমকে যাবেন অনেকেই। অচেনা সূত্র থেকে মেলে কিংবা ম্যাসেজে আসা লিঙ্কে ক্লিক করলেই এখন বিপদ। এই মুহূর্তে এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে বিশেষ করে প্রবীণদের সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি একটি ঘটনা সূত্রে জানা গিয়েছে, অচেনা সূত্র থেকে আসা একটি ম্যাসেজে আঁধার লিঙ্ক করার লিঙ্ক দেখে কোনো দিক না ভেবেই সেই লিঙ্কে ক্লিক করে দেন এক প্রবীণ নাগরিক। আর এরপরেই তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৩২ হাজার টাকা। এই ঘটনা গত সোমবারের। ঐ প্রবীণ নাগরিকের আধার কার্ডের লক খুলতে কোনো সমস্যা হচ্ছে কিনা? সেই নিয়ে ফোন করে জানতেও চাওয়া হয়েছিল। শোনা গেছে এই বৃহস্পতিবারও তলার এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একইভাবে জালিয়াতি করে টাকা তুলে নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসন এই প্রতারণা প্রসঙ্গে চারিদিকে সতর্কবার্তা ছড়াতে শুরু করে দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী, কোন অচেনা সূত্র থেকে যদি মেলে বা ম্যাসেজের মাধ্যমে আধার লিঙ্ক করতে বলে তবে সেটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে প্রতারণা থেকে বাঁচতে আধার লক করার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে বিশেষ করে সচেতন নন প্রবীণরা। আধার নম্বর লক করার আলাদা পদ্ধতি রয়েছে। পুলিশের পরামর্শ অনুযায়ী, এমআধার অ্যাপের মাধ্যমেই আধার লক করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা এই ধরনের অ্যাপে করতে খুব একটা সাবলীল নন তারা ব্যাঙ্কে, পোস্ট অফিসে কিংবা আধার সেবা কেন্দ্রে গিয়েও আধার নম্বর লক করতে পারেন। তবে এক্ষেত্রে লাল বাজারের কর্মকর্তাদের মত, কেওয়াইসি দেওয়ার সময় ‘মাস্ক’ করে দিতে হবে। অর্থাৎ আধার নম্বরের শেষ ৪-টে নম্বর লেখাই উচিৎ। পাশাপাশি তারা এও জানিয়েছেন, ভেজা কিংবা তেল হাতে বায়োমেট্রিক ছাপ দেওয়া একেবারেই অনুচিৎ। আর এই সবকিছু থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন সকলে।