নিউজদেশ

আধার কার্ডের ঠিকানা বদলানোর নিয়ম হলো আরো সহজ, ইউআইডিএআই বদলে দিল নিয়ম

নতুন নিয়মে ভারতের নিবাসীরা খুব সহজেই অনলাইনে নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন।

Advertisement

ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ অর্থাৎ ইউআইডিএআই এবারে ভারতের বাসিন্দাদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে হাজির হয়েছে। যারা এবার থেকে আধার কার্ডের তথ্য আপডেট করতে চান তাদের জন্য ব্যাপারটা হয়ে গেল আরো সহজ। এবারে নিজের পরিবারের প্রধান ব্যক্তির সম্মতিতেই আপনি অনলাইনে বসে নিজের আধার কার্ডের তথ্য পরিবর্তন করে ফেলতে পারবেন। তবে এর জন্য পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কের কোন একটি প্রমাণ পত্র আপনাকে জমা করতে হবে। ইউআইডিএআই মঙ্গলবার জারি করা আধিকারিক বয়ানে এই ব্যাপারে আরো বিস্তারিত জানিয়েছে।

ইউআইডিএআই জানিয়েছে, এই ধরনের কাগজপত্রের মধ্যে রেশন কার্ড, অঙ্কপত্র বিবাহ প্রমাণপত্র অথবা পাসপোর্ট থাকতে পারে, যেখানে পরিবারের ওই প্রধান ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের কথা লেখা থাকতে হবে। যদি সেই সমস্ত কাগজপত্রের মধ্যে পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক প্রদর্শিত না হয়, তাহলে কিন্তু ওই কাগজ আপনি ব্যবহার করতে পারবেন না। আর যার কাছে এই ধরনের কোন কাগজ নেই অথবা কোন প্রমাণপত্র নেই, তারা কিন্তু সরাসরি নিজের পরিবার প্রধানের স্ব ঘোষণা পত্র জমা করতে পারেন।

এই সুবিধার মাধ্যমে ওই ব্যক্তির সন্তান স্ত্রী অথবা বাবা-মা এই পদ্ধতিতে নিজের আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। তবে হ্যাঁ আগে কিন্তু ওই ব্যক্তিকে নিজের আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন শহরে এই কাজ শুরু হয়ে গিয়েছে। আগে যেভাবে আধার কার্ডের তথ্য আপডেট করতে হতো, তার থেকে এই পদ্ধতিতে তথ্য আপডেট কিছুটা আলাদা। ইউআইডিএআই প্রথমে আপনার সেই তথ্য যাচাই করবে এবং তার পরেই আপনাকে আধার কার্ডের তথ্য আপডেট করার অনুমতি দেবে। আপনাদের জানিয়ে রাখি, এই পদ্ধতির সুবিধা আপনি তখনই নিতে পারবেন যখন আপনার বয়স ১৮ বছরের বেশি হবে।

Related Articles

Back to top button