RBI কি তুলে নিচ্ছে 500 টাকার নোট? চিরতরে বন্ধ হতে চলেছে আধার কার্ড? জানুন খবরের সত্যতা
PIB-র দ্বারা সত্য অনুসন্ধানের পরেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্যান কার্ড সহ ভারতে সাতটি গুরুত্বপূর্ণ নথি নিষিদ্ধ হওয়ার ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক।
সম্প্রতি বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ কয়েকটি ভুয়া খবর প্রকাশিত হচ্ছে। যেখানে ভারতীয়দের ব্যবহারিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাতিল হচ্ছে বলে দাবি করা হচ্ছে। যেখানে আধার কার্ড, প্যান কার্ড এবং 500 টাকার নোট মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে বাতিলের খাতায় ফেলেছে শিক্ষা দোস্ত নামের ইউটিউব চ্যানেল।
আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারত সরকার তথা রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে বিভিন্ন স্কিমের মাধ্যমে। আর সেই সুবিধাগুলো গ্রহণ করতে হলে অবশ্যই নাগরিকের কাছে প্যান তথা আধারের মতো গুরুত্বপূর্ণ নথি থাকা প্রয়োজন। তবে শিক্ষা দোস্ত নামের ওই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত তথ্যটি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পর থেকেই বেশ আশঙ্কার সৃষ্টি হয়েছে তাদের মনে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভুল তথ্যের উপর ভিত্তি করে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে আধার কার্ড এবং প্যান কার্ড সম্পর্কে প্রকাশিত ভুয়া তথ্যের উপর ভিত্তি করে একটি সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার। PIB দ্বারা জানানো হয়েছে, শিক্ষা দোস্ত নামের ওই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওটির কোন সত্যতা নেই।
PIB-র দ্বারা সত্য অনুসন্ধানের পরেই এই তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্যান কার্ড সহ ভারতে সাতটি গুরুত্বপূর্ণ নথি নিষিদ্ধ হওয়ার ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। ওই ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ভাবে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। দয়া করে এই ধরনের ভুল তথ্য গ্রহণ থেকে বিরত থাকুন। এই ধরনের খবরে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই সাধারণ মানুষের।