Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar card: ইউআইডিআই জারি করল বড় নির্দেশিকা, আধার কার্ড আপডেট নিয়ে চলে এলো বড় ঘোষণা

Updated :  Friday, March 10, 2023 11:11 AM

অনেক সময় আধার কার্ড তৈরি করার সময় আমরা কিছু ভুল তথ্য প্রবেশ করিয়ে ফেলি অথবা কোন কোন সময় আমাদের আধার কার্ডের তথ্য আপডেট করার দরকার পড়ে। এই কারণে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারি। এই কারণে আধার কার্ড তৈরি করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি কোন কারণে ভুল তথ্য দিয়ে থাকেন অথবা বিবাহের পর আপনার পদবী পরিবর্তন করার দরকার পরে, তাহলে এর জন্য নতুন ব্যবস্থা নিয়ে এসেছে ইউআইডিএআই। আপনাদের জানিয়ে রাখি, এবার থেকে আপনার আধার কার্ডের নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর এবং জেন্ডার আপডেট করতে পারবেন। তবে বারবার এই আপডেট করা সম্ভব নয়। চলুন জেনে নেওয়া যাক, কয়বার আপনি তথ্য আপডেট করতে পারবেন আধার কার্ডে।

সাধারণত আধার কার্ড অন্যান্য নথি থেকে আলাদা কারণ এতে বায়োমেট্রিক রয়েছে। এই কারণে আধার কার্ড তৈরি করার সময় আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। না হলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। আপনি আধার কার্ডে আপনার নাম পরিবর্তন করতে পারবেন সর্বমোট দুইবার। যদি আপনার নামের বানান ভুল থাকে, অথবা যদি আপনি বিয়ের পর উপাধি পরিবর্তন করেন, তাহলে আপনার আধার কার্ডের নাম আপনি পরিবর্তন করতে পারবেন। অফলাইন অথবা অনলাইনে গিয়ে আপনি এই আপডেট করতে পারেন।

জেন্ডার এবং জন্মতারিখ আপনি কেবল মাত্র একবার পরিবর্তন করার সুযোগ পাবেন। তাই এই তথ্য যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে সমস্যা পড়তে হবে। তবে যদি আপনি বারংবার বাড়ি পরিবর্তন করেন তাহলে আপনি বাড়ির ঠিকানা পরিবর্তন করতেই পারেন। এছাড়া ইমেইল আইডি, মোবাইল নম্বর, ছবি, আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যানের মতো কিছু তথ্য আপনি বারবার আপডেট করতে পারেন।