দেশের নাগরিকত্বের দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে অন্যতম বড় একটি পরিচয় পত্র হলো আধার কার্ড। ব্যাংকে একাউন্ট খোলা থেকে শুরু করে যে কোন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, সব ক্ষেত্রেই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আধার কার্ড তৈরি করার সময় সঠিক তথ্য দেওয়া অবশ্যই প্রয়োজন কারণ এই কার্ড কিন্তু ভবিষ্যতেও আপনার প্রচুর কাজে ব্যবহার হবে। আবার কখনো যদি আপনার আধার কার্ড আপডেট করার দরকার হয় তাহলে সেটিও খুব সহজে আপনি আপডেট করতে পারবেন। তবে আপনি কি জানেন, যদি আপনি কখনো আধার কার্ড আপডেট করার পরিকল্পনা গ্রহণ করেন তাহলে, তার কিন্তু একটা নির্দিষ্ট সীমা রয়েছে। যতবার ইচ্ছা চাইলেই কিন্তু নাম ঠিকানা আপডেট করা যায় না।
ভারতের প্রত্যেক নাগরিকের জন্য একবারই আধার কার্ড ইস্যু করা হয় এবং সে ক্ষেত্রে ১২ সংখ্যার একটি নম্বর দেওয়া হয়। সেই কার্ডে নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম সহ অন্যান্য সমস্ত তথ্য থাকে।তাই আধার কার্ড তৈরি করার সময় যদি তাতে কোন রকম ভুল ভ্রান্তি থাকে তাহলে তা একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনারা পরিবর্তন করতে পারবেন। তবে এই পরিবর্তনের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, UIDAI এর নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তি নিজের নাম জীবনে মাত্র দু’বার পরিবর্তন করতে পারবেন। একবার আপনি জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন এবং একবার আপনি আপডেট করতে পারবেন লিঙ্গ।
আধার কার্ড যেকোনো পরিবর্তনের জন্য আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে সঠিক ক্যাপচা কোড দিয়ে আপনাকে নিজের তথ্য আপডেট করতে হবে এবং আপনার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে সেখানে সাবমিট করতে হবে। তবে আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য কিন্তু মোবাইল নম্বর অত্যন্ত প্রয়োজন। যদি আপনার কাছে সেই নম্বর চালু না থাকে তাহলে কিন্তু আধার কার্ডের তথ্য আপডেট করা আপনার জন্য বেশ সমস্যা হতে পারে। যদি আপনার কাছে সেই মোবাইল নম্বর না থাকে তাহলে হয়তো আপনি তথ্য আপডেট করতে পারবেন না।