আজকালকার দিনে ভারতের জনগণের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হয়ে উঠেছে। ভারতের প্রত্যেকটি মানুষের কাছে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে এবং তারা এই আধার কার্ড ব্যবহার করে নানা কাজ করতে পারেন। পরিচয় পত্র হিসেবে ব্যবহার থেকে শুরু করে, আধার কার্ডের একাধিক গুরুত্ব রয়েছে ভারতীয়দের জীবনে। কিন্তু আপনি কি জানেন, আধার কার্ড নিয়ে অনেকের মনে অনেক ভুল তথ্য রয়েছে। অনেকে মনে করেন আধার কার্ড আপডেট না করলেও সারা জীবন আপনার কাজ চলে যাবে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আপনাকে কিন্তু সময়ে সময়ে আধার কার্ড আপডেট করতে হবে। যাদের আধার কার্ড ১০ বছর আগে তৈরি হয়েছিল, তাদেরকে কিন্তু এবার নিজেদের আধার কার্ডের তথ্য আপডেট করে নিতে হবে। না হলে কিন্তু তারা সমস্যার মধ্যে পড়তে পারেন এবং সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এই মুহূর্তে নতুন দিল্লিতে শুরু হয়েছে এই আধার কার্ড আপডেট করার কাজ। এই মুহূর্তে নতুন দিল্লির জনসংখ্যা প্রায় ৩.১৫ লক্ষ। তাই যাদের আধার কার্ড দশ বছর আগে তৈরি হয়েছিল তাদের পরিচয় এবং ঠিকানা আপডেট করে ফেলতে হবে খুব শীঘ্রই। যদি এটা আপনি সময়মতো আপডেট না করেন তাহলে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন।
আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া আপনি বাড়িতে বসেও অনেক সময় এই কাজ করে ফেলতে পারেন। তবে সবথেকে সুরক্ষিত উপায় হল নিজের কাছের আধার কেন্দ্রে গিয়ে এই আপডেটের কাজ করা। আজকাল এমপি নগর জোন ওয়ান রোডে মাল্টিলেভেল পার্কিংয়ের সামনে ইউআইডিএআইয়ের আধার কেন্দ্রে এই তথ্য আপডেট এর কাজ চলছে। যদি আপনি এই তথ্য আপডেট না করেন তাহলে আপনি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
মানুষের সুবিধার জন্য ১৫ মার্চ থেকে, আধার আপডেটের জন্য বিনামূল্যে অনলাইন পরিষেবা প্রদান করা হবে কোম্পানির তরফ থেকে। বর্তমানে অনলাইন মোড় থেকে ২৫ টাকা এবং অফলাইন মোড থেকে ৫০ টাকা ফি নেওয়া হচ্ছে এই আপডেটের কাজ করার জন্য। আপনি ইউআইডিএআই পোর্টালে গিয়েও ডকুমেন্ট আপডেট করে ফেলতে পারেন, যদি আপনার কাছে একান্তই সময় না থাকে।