বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের প্রতিটি মানের মানুষদের কাছে রয়েছে আধার কার্ড। এবার সমস্ত ধরনের আধার কার্ড গ্রাহকদের জন্য রয়েছে এক বড় খবর। জানা যাচ্ছে, যদি এখনই আধার কার্ড আপডেট করা না হয় তবে অবিলম্বে বাতিল হয়ে যেতে পারে কার্ড। আজ থেকে প্রায় ১০ বছর আগে নিজেদের আধার কার্ড যারা করেছেন তাদের জন্য এই খবর ভীষণভাবে কার্যকরী হতে চলেছে। সেই প্রসঙ্গেই এই নিবন্ধের সূত্র ধরে বিস্তারিত তথ্য জানানো হবে সকলকে।
ইতিমধ্যেই একাধিক জনকে আধার কার্ড আপডেট করার জন্য তাদের ধার্য ফোননম্বরে বার্তা পাঠানো হয়েছে। কারণ এমন অনেকেই রয়েছেন যাদের এই ১০ বছরে পাল্টে গিয়েছে ঠিকানা কিংবা অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ নথি। আর এই কারণবশতই বর্তমানে অনেককে বর্তমান নথি আপডেট করার জন্য বার্তা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিজের বাড়ির নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে নিজের বর্তমান নথি সহযোগে আধার কার্ড আপডেট করতে পারেন। আধার কার্ড আপডেটের জন্য যে ফর্ম ফিলাপ করতে হবে তার জন্য ৫০ টাকা এবং তার মধ্যে সমস্ত নথি ভালোভাবে আপডেট করার জন্য আরো ১০০ টাকা দিতে হবে।
অবশ্য এই পুরো কাজটি একটি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে সম্পন্ন করা সম্ভব। ‘ইউএআইডিআই’ নামের একটি ওয়েবসাইটের সূত্র ধরেই এবারে বিনামূল্যেই নিজের আধার আপডেট করাতে পারেন নিজের বর্তমান নথি সহযোগে।
পদ্ধতি-
১) প্রথমেই ওয়েবসাইটে লগইন করতে হবে।
২) এরপর সমস্ত বর্তমান নথি অর্থাৎ নাম, ঠিকানা, বয়স, লিঙ্গের পাশাপাশি নিজের অভিভাবক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে।
৩) যদি কোন নথি স্ক্যান করে দিতে চান তাহলে, সেটিও সতর্কতা সহযোগে আপলোড করতে হবে।
৪) এরপর আপডেট অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
৫) পরে সাবমিট করে দিলেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে।