আর মাত্র একদিন সুযোগ রয়েছে আপনার হাতে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর সীমিত অফার বিনামূল্যে আপনি মাত্র আর একদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই অফারটি সেই সমস্ত নাগরিকদের জন্য আনা হয়েছিল যাদের এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করা নেই। যাদের এরকম সমস্যা রয়েছে তাদের জন্য এই আপডেট করার শেষ আগামীকাল অর্থাৎ ১৪ জুন। তাই যারা আধার কার্ড আপডেট করার নি তাদেরকে খুব শীঘ্রই তাদের আধার কার্ডের তথ্য আপডেট করিয়ে নিতে হবে। না হলে কিন্তু তাদের ৫০ টাকা ফাইন দিতে হবে পরবর্তীতে। ইতিমধ্যেই এই ব্যাপারে ঘোষণা করে দিয়েছে আধার সংস্থা।
অনলাইনে কিভাবে আধার বিবরণ আপডেট করবেন?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১. প্রথমে চলে যান ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে।
২. সেখানে আপনার অফিসিয়াল মোবাইল নম্বর, আধার নম্বর, ক্যাপচা এবং ওটিপি দিয়ে লগইন করে ফেলুন
৩. ডকুমেন্ট আপডেট করার বিভাগে যান এবং বিদ্যমান বিবরণ পর্যালোচনা করে নিন।
৪. যদি কোন তথ্য আপডেট করতে হয় তাহলে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তথ্য এন্টার করুন এবং তার স্বপক্ষে আসল নথির স্ক্যান করা কপি আপলোড করুন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
আপনার পরিষেবার অনুরোধ নম্বরটি কিন্তু অবশ্যই নোট করে রাখবেন। ভবিষ্যতে কিন্তু এটা কাজে আসতে পারে, আপনার তথ্য আপডেট হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য।