গৃহস্থালির গ্যাস সংযোগের সাথে কেওয়াইসি করার শেষ তারিখ ঘোষণা হয়ে কেন্দ্র, জানুন কবে পর্যন্ত সময় রয়েছে?
২৬ শে জানুয়ারি পর্যন্ত এই কেওয়াইসির তারিখ বৃদ্ধি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
গৃহস্থালির গ্যাস সংযোগ থাকা গ্রাহকদের কেওয়াইসি করা এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে এবং এই সম্পর্কে একটি নির্দেশ জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। এই নির্দেশের অধীনে গ্রাহককে তার আধার কার্ড এবং নিজের গ্যাসের কানেকশন একসাথে আপডেট করতে হবে। সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অফিসে গিয়ে বিনামূল্যে এই কাজটা করা যাচ্ছে। আঙুলের ছাপ এবং ফেস ডিটেক্টর এর মাধ্যমে আপডেট করা হচ্ছে কেওয়াইসি। আর যেহেতু এটা একটা বায়োমেট্রিক কেওয়াইসি, তাই যার নামে গ্যাস সংযোগ রয়েছে তাকে গিয়ে কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে।
ভোক্তাদের সুবিধার জন্য এবারে জেলার অনেক সংস্থা সাব এজেন্ট বা হকারদের দিয়ে ঘরে ঘরে কেওয়াইসি করার জন্য ডিভাইস সরবরাহ করছে। অনেক জায়গায় আবার যারা গ্যাস ডেলিভারি দেন তারাও এই কাজটা করছেন। কেন্দ্রীয় সরকার এলপিজি গ্রাহকদের এই মুহূর্তে বেশ অনেকটা ভর্তুকি দিচ্ছে। নিয়মিত ভর্তুকি ছাড়াও এখন রাজ্য সরকার লাডলি বহনা যোজনার সুবিধাভোগীদের ৪৫০ টাকা সাবসিডি দিচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনার গ্যাসের কানেকশনের যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন।
এই কিমের অধীনে যদি আপনি নিজের নাম নথিভুক্ত করেন তাহলে, আপনি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়মিত ভর্তুকি পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দেশ থেকে দুর্নীতি কমানো যায়। অনেক মানুষ এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত নিজের গ্যাস সংযোগের সাথে আধার এবং কেওয়াইসি লিংক করেননি। তাই তাদের সংযোগ বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই। তাদের জন্য এবার একটি নতুন আপডেট নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই নিয়ম পরিবর্তনের পরে, এবার আপনারা ২৬ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে এই কাজটা করতে পারছেন। যদি ২৬ শে জানুয়ারির পরেও কিছু মানুষের কেওয়াইসি বাকি থেকে যায়, তাহলে কিন্তু এই তারিখ আরও বৃদ্ধি করা হতে পারে।