বিয়ের পর আধার কার্ডে পরিবর্তন করুন পদবী, জানুন কিভাবে করবেন এই বিশেষ পরিবর্তন – AADHAAR CARD
বিয়ের পর যদি আপনার পদবী পরিবর্তন হয় তাহলে আপনাকে আধার কার্ডের পরিবর্তন করতে হবে
আধার কার্ড আজকের দিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং এটি ছাড়া আজকে সমস্ত কাজ অসম্পূর্ণ থেকে যায়। এজন্য মানুষকে মহা সমস্যায় পড়তে হয়। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন একজন মহিলা যখন বিয়ে করেন তখন তার পদবী পরিবর্তন হয়। কিন্তু আধার কার্ডে অনেক সময় পদবী চেঞ্জ করা একটু সমস্যা হয়ে যায়। কিছু মানুষ আছেন যারা এসব বিষয় নিয়ে খুব একটা সচেতন নন। সে ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে গিয়ে সেই মহিলার সমস্যা হয়ে যেতে পারে। তাই আমরা আজকে আপনাকে জানাতে চলেছি কিভাবে আপনি আধার কার্ডের পদবী পরিবর্তন করতে পারেন খুব সহজে।
বিয়ের পর যদি পদবী পরিবর্তন হয়ে থাকে তাহলে তা সহজেই আধার কার্ডে পরিবর্তন করতে পারেন আপনি। এজন্য যদি আপনার পরিবারের প্রধানের আধার কার্ড না থাকে তবে আপনাকে আবাসের সমস্যা পত্র তৈরি করতে হবে এবং তারপর আধার কেন্দ্রে পৌঁছাতে হবে। এর পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত ফি বিভিন্ন হারে নির্ধারণ করা হয়েছে যা আপনাকে দিতে হবে। বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফি এই দুটি ভিন্ন জিনিস এবং এই আপডেটের জন্য আপনাকে আলাদা আলাদা করে ৫০ টাকা করে দিতে হবে। অর্থাৎ বলতে গেলে সর্বমোট আপনাকে ১০০ টাকা চার্জ দিতে হবে।
আপনি যদি আধার কার্ডে আপনার উপাধি পরিবর্তন করতে চান তাহলে আপনার কিছু গুরুত্বপূর্ণ নথির জ্ঞান থাকা জরুরী। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো কিছু গেজেটেড নথি, প্যান কার্ড পাসপোর্ট এবং অন্যান্য কিছু নথি। আপনাকে কিন্তু আধার কেন্দ্রে এসে এই সমস্ত জিনিস সাবমিট করতে হবে। কুড়ি দিনের মধ্যেই বা তার কম সময়ের মধ্যে আপনার কাজ হয়ে যাবে এবং আপনি অনলাইনে নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনি এই আধার কার্ড ডাউনলোড করে যেকোন কাজ করতে পারেন খুব সহজে