Aadhaar Update: বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা আর মাত্র ৭ দিন, দেখে নিন পুরো পদ্ধতি
বিগত কয়েক বছরে একাধিকবার বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুযোগ প্রদান করেছে ইউআইডিএআই। যার শেষ সময় সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ই ডিসেম্বর অব্দি।
ভারতের প্রেক্ষাপটে বিগত কয়েক বছরের যে ডকুমেন্টস সর্বাধিক প্রয়োজনীয় হয়ে উঠেছে, সেটি হলো আধার কার্ড। বর্তমানে এই কার্ড ব্যতীত কোন সুযোগ গ্রহণ করতে পারবেন না নাগরিকরা। ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে জন্ম প্রমাণপত্র, এমনকি মৃত্যুর শংসাপত্র তুলতে গেলেও প্রয়োজন আধার কার্ড। ফলে প্রত্যেকটি মানুষের জন্য নির্ভুল আধার কার্ড হয়ে উঠেছে অবশ্য। তবে যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ডে ভুল তথ্য প্রদান করা আছে কিংবা বিগত ১০ বছরের মধ্যে কোনরকম নথি আপডেট করা হয়নি, তাদের জন্য এবার সুযোগের সময়সীমা উত্তীর্ণ হতে চলেছে। যদি আগামী ৭ দিনের মধ্যে আপনি আধার কার্ড আপডেট না করেন, সে ক্ষেত্রে জরিমানা দিয়ে তবেই আধার কার্ড সংশোধন করতে পারবেন আপনি।
আজ্ঞে হ্যাঁ, বিগত কয়েক বছরে একাধিকবার বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুযোগ প্রদান করেছে ইউআইডিএআই। যার শেষ সময় সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ই ডিসেম্বর অব্দি। যদি ১৪ই ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে আপনি আপনার আধার কার্ড আপডেট না করেন, সেক্ষেত্রে জরিমানা প্রদান করে তবেই আধার কার্ড সংশোধন করতে পারবেন। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, কিভাবে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ড আপডেট করবেন-
১. প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ UIDAI-এ প্রবেশ করতে হবে।
২. এরপর “My Aadhaar”-এ ক্লিক করে “Update Your Aadhaar” বিকল্পটি বেছে নিতে হবে।
৩. এরপর নির্দিষ্ট স্থানে আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা লিখে ওটিপি সেন্ড করতে হবে। মোবাইল নম্বরে আসা ওটিপি লিখে আধার কার্ডের অফিসিয়াল পেজে প্রবেশ করতে হবে।
৪. এর পর আপনার প্রয়োজন মত তথ্য আপডেট করুন এবং প্রমানের জন্য পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি-র মত তথ্য স্ক্যান করে আপডেট করুন।
এছাড়া যদি আপনি আপনার আধার কার্ডে নিজের ছবি পরিবর্তন করতে চান কিংবা আঙ্গুলের ছাপ সংযুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী আঁধার সেবা কেন্দ্রে যেতে হবে।