Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তা জানবেন কি করে, জেনে নিন সহজ উপায়

আধার কার্ড হলে এমন একটা ডকুমেন্ট যা দেশের প্রতিটি কোন একটা বৈধ আইটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। বায়োমেট্রিক ডেটা সম্বলিত এই পরিচয় পত্রে ব্যবহারকারীর নাম ফোন নম্বর থেকে শুরু করে…

Avatar

আধার কার্ড হলে এমন একটা ডকুমেন্ট যা দেশের প্রতিটি কোন একটা বৈধ আইটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। বায়োমেট্রিক ডেটা সম্বলিত এই পরিচয় পত্রে ব্যবহারকারীর নাম ফোন নম্বর থেকে শুরু করে ঠিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্ত বিবরণ থাকে। এ কারণেই আধার কার্ড একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল নম্বরের মাধ্যমে সহজে সমস্ত নোটিফিকেশন পাওয়া যায়। আজ আমরা আপনাকে জানাতে চলেছি আপনার আধার কার্ডের সঙ্গে কোন নম্বরটি লিংক করা রয়েছে সেটা আপনি জানবেন কিভাবে।

১. এর জন্য আপনাকে প্রথমে ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. এরপরে ড্রপডাউন মেনুতে গিয়ে ইমেইল মোবাইল নম্বর যাচাই করনের বিকল্পে ক্লিক করতে হবে।

৩. আপনাকে একটি নতুন পৃষ্ঠায় রি ডাইরেক্ট করা হবে এবং সেখান থেকে আপনাকে মোবাইল নম্বর যাচাইয়ের বিকল্প বেছে নিতে হবে।

৪. এবারে আপনাকে আপনার বারো সংখ্যার আধার নম্বর দিতে হবে এবং তার সাথে সাথে দিতে হবে মোবাইল নম্বর এবং নতুন ক্যাপচা।

৫. যদি আপনার নম্বরটি আগে থেকেই যাচাই করা থাকে তাহলে যাচাই করনের একটি পপ আপ চলে আসবে। আপনি যে নম্বরটি প্রবেশ করেছেন, সেটা যদি নিবন্ধিত না হয়, তাহলে সেই মেসেজে লেখা থাকবে এই নম্বরটি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরের সাথে মিলছে না।

এছাড়াও টেলিকমিউনিকেশন বিভাগের TAFCOP পোর্টালের মাধ্যমেও আপনি এই কাজ করতে পারেন। আপনাকে এর জন্য প্রথমে TAFCOP অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর সেখানে গিয়ে আপনার মোবাইল নম্বর ইন্টার করতে হবে। এরপরে আপনাকে রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে এবং আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি ইন্টার করতে হবে। তাহলেই আপনি আপনার মোবাইল নম্বরের সাথে লিংক করা আধার নম্বর দেখতে পেয়ে যাবেন। তবে আপনি এই পোর্টালের সুবিধা প্রত্যেকটি রাজ্যে পাবেন না। বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ কেরালা তেলেঙ্গানা এবং জম্মু-কাশ্মীর ও রাজস্থানে উপলব্ধ।

About Author