ভারতবর্ষের প্রেক্ষাপটে আধার কার্ড যে কত বড় প্রমাণপত্র, তা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের বলে দিতে হবে না। বর্তমানে প্রতিটি কর্মস্থলে প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে আধার কার্ড। সাথে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মত ডকুমেন্টস রয়েছে। তবে আধার কার্ড ব্যতীত বর্তমানে কোনরকম সেবা গ্রহণ করতে পারবেন না আপনি। আর যদি এই আধার কার্ডে কোনরকম তথ্য ভুল থাকে, তবে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি কি জানেন, আধার কার্ডে তেমন কিছু তথ্য রয়েছে যা শুধুমাত্র একবার সংশোধন করার সুযোগ পাবেন আপনি। যদি না জেনে থাকেন তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য।
আজ্ঞে হ্যাঁ, আধার কার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম হলেও অনেকেই আধার কার্ডের গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে অবহিত নন। UIDAI কর্তৃপক্ষ এবার আধার কার্ডের নিয়ম স্পষ্ট করেছে। আধার কার্ড সংশোধন কিংবা নতুন আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে একাধিক রুলস জানিয়েছে আধার কার্ড কর্তৃপক্ষ। আধার কার্ডে ঠিকানা পরিবর্তন একাধিকবার করা সম্ভব হলেও এমন কিছু তথ্য রয়েছে যা শুধুমাত্র একবার পরিবর্তন করার সুযোগ পাবেন আপনি।
এদিন আধার কার্ড কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে, যদি আপনার আধার কার্ডে জন্ম তারিখ ভুল থাকে, তবে সেটি শুধুমাত্র একবার সংশোধন করার সুযোগ পাবেন আপনি। দ্বিতীয়বার জন্ম তারিখ পরিবর্তন করার কোনো রকম সুযোগ নেই। তাছাড়া, আধার কার্ডে লিঙ্গ পরিবর্তনের সুযোগও একবার পাবেন। এর পাশাপাশি নাম পরিবর্তনের ক্ষেত্রে দুইবার আধার কার্ড সংশোধন করার সুযোগ পাবেন আপনি। ফলে এবার থেকে আধার কার্ড তৈরির ক্ষেত্রে এবং সংশোধন করার ক্ষেত্রে আপনাকে আরও সচেতন হতে হবে।