Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Big News: বড় খবর আধার কার্ড নিয়ে, ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা, জেনে নিন বিস্তারিত

Updated :  Monday, October 14, 2024 7:28 PM

গুরুত্বপূর্ণ ঘোষণা! ১০ বছরেরও বেশি পুরনো আধার কার্ড বিনামূল্যে আপডেট করার শেষ সুযোগ হাতছাড়া করবেন না। আধার কার্ডে তথ্য আপডেট করার জন্য UIDAI বারবার সময়সীমা বাড়িয়েছে। এর আগে ১৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার এখন এই সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ১৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত করেছে। আপডেট কি করে করতে হবে? জানতে চাইলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কীভাবে বিনামূল্যে আপডেট করবেন:

১) UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ যান।

২) “My Aadhaar” পোর্টালে লগ ইন করুন।

৩) আপনার আধার নম্বর এবং OTP ব্যবহার করে লগ ইন করুন।

৪) “Demographic Details” -এ যান এবং তথ্য পরীক্ষা করুন।

৫) ভুল তথ্য থাকলে, ড্রপ-ডাউন মেনু থেকে সঠিক নথি নির্বাচন করে আপলোড করুন (JPG, PNG, PDF)।

৬) “Submit” বাটনে ক্লিক করুন।

আপনার আধার কার্ড যদি ১০ বছরের বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই আপডেট করে নিন। কারণ ভারতে যেকোনো সরকারী বা বেসরকারী কাজে এই আধার কার্ড দরকার হয়। আধার কার্ডে বায়োমেট্রিক থাকায় এটি পরিচয়পত্র হয়ে উঠেছে। স্কুল থেকে কলেজ বা অফিস সবজায়গাতেই লাগে এই আধার কার্ড। তাই ১৪ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে আধার কার্ডের আপডেট করার কাজ সেরে নিন। এরপর, আপডেটের জন্য ৫০ টাকা ফি দিতে হবে।