নিউজদেশ

Aadhaar for my Child: ঘরে বসেই খুব সহজে আপনার সন্তানের জন্য আধার কার্ড তৈরি করুন, রইলো স্টেপ বাই স্টেপ গাইড

আধার কার্ড ছাড়া আজকাল শিশুদের স্কুলে ভর্তিও করা যায় না

Advertisement

বর্তমান দিনে আধার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ পরিচয় নথি, যাতে বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যসহ সবার ব্যক্তিগত ডেটা থাকে। এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন অনলাইন পরিষেবাগুলি নেওয়ার জন্য এবং তাই আপনার আধারে সংরক্ষিত বিশদগুলি অবশ্যই সঠিক হতে হবে এবং আপডেট থাকতে হবে। এখন ভোটার কার্ডের বদলে ভারতের বুকে পরিচয়পত্র হিসেবে ব্যাপকভাবে প্রাধান্য পাচ্ছে এই আধার কার্ড। এখন সরকার আধার কার্ডকে এতটাই গুরুত্বপূর্ণ করেছে যে কোনও শিশু স্কুলে ভর্তিও হতে পারবে না এই কার্ড ছাড়া। তাই বাড়িতে সন্তানের জন্ম হলেই বানিয়ে নিন আধার কার্ড।

সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আধার কার্ড ছাড়া স্কুলে শিশু ভর্তিও হতে পারবে না। তাই এখন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলেই তাঁর আধার কার্ড তৈরি করে নিতে হবে। এই কাজ না করলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। আধার কার্ড হয়ে গেলেই আপনার সন্তানদের সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না। আধার কার্ড তৈরি করতে, আপনাকে কেবল জনসাধারণের সুবিধা কেন্দ্রে যেতে হবে। এই সদ্যোজাত শিশুর আধার কার্ড তৈরি করতে কি কি লাগবে? তা বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

সন্তানের আধার কার্ড তৈরি করতে, আপনাকে প্রথমে একটি জন্ম শংসাপত্র লাগবে। এছাড়া সন্তানের পিতা বা মাতার বৈধ পরিচয়পত্র, যেমন প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর আপনার ঠিকানা প্রমাণ হিসাবে বিদ্যুৎ, জল বা ফোন বিলের মতো কাগজপত্রও লাগবে। শুধু তাই নয়, সন্তানের পাসপোর্ট ছবিও লাগবে। জন সুবিধা কেন্দ্রে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। শিশুর নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি বিস্তারিত ফর্মে পূরণ করতে হবে। তালিকাভুক্তির প্রক্রিয়া শেষ হওয়ার পরে, আধার কার্ডটি ৩ মাস পরে পাওয়া যাবে।

Related Articles

Back to top button