Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Free Update: ফ্রি-তে Aadhaar Card আপডেট করতে চান? জেনে নিন শেষ তারিখ

Updated :  Saturday, June 7, 2025 1:41 PM

ভারতের Unique Identification Authority of India (UIDAI) জানিয়েছে, আধার কার্ডে দেওয়া Proof of Identity (PoI)Proof of Address (PoA), অর্থাৎ পরিচয় ও ঠিকানার তথ্য অনলাইনে আপডেট করার এই ফ্রি পরিষেবা চলবে আগামী বছর ১৪ জুন, ২০২৫ পর্যন্ত।

UIDAI-এর নিয়ম অনুযায়ী, আধার তৈরির ১০ বছর পর একবার এই তথ্যগুলি আপডেট করাই বাধ্যতামূলক। বহু নাগরিক এখনও পর্যন্ত তা করেননি। ফলে সরকার আশঙ্কা করছে, নানা সরকারি পরিষেবা বা ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই কারণেই এই ফ্রি আপডেটের সুবিধা দেওয়া হয়েছে।

কেন এই আপডেট জরুরি?

অনেক সময় আধার কার্ডে থাকা ঠিকানা বা পরিচয়পত্র পুরনো হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের—বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা প্যান কার্ড লিঙ্ক করানোর মতো বহু কাজে আধার লাগে। পুরনো তথ্য থাকলে এসব পরিষেবা বন্ধও হয়ে যেতে পারে।

কোথায় ও কীভাবে আপডেট করবেন?

নাগরিকরা নিজের আধার নম্বর দিয়ে লগ ইন করে myAadhaar পোর্টালে গিয়ে অনলাইনে প্রয়োজনীয় নথি আপলোড করলেই আপডেটের কাজ হয়ে যাবে। পুরো প্রক্রিয়াটিই করা যাবে ঘরে বসে, কোনও খরচ ছাড়াই।

১৪ জুন ২০২৫-এর পর?

এই তারিখের পরে যদি কেউ আধার আপডেট করতে চান, তাহলে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে (Aadhaar Enrolment Centre) এবং প্রতি আপডেটের জন্য দিতে হবে ৫০ টাকা ফি।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ):

১. কারা এই ফ্রি আপডেটের সুবিধা নিতে পারবেন?
→ যাঁরা আধার কার্ডে শেষ ১০ বছরে PoI বা PoA আপডেট করেননি, তাঁরা এই সুযোগ পাবেন।

২. কী কী নথি লাগবে আপডেটের জন্য?
→ ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বিদ্যুৎ বিল ইত্যাদি—স্বীকৃত নথি লাগবে পরিচয় ও ঠিকানা প্রমাণের জন্য।

৩. অনলাইনে কীভাবে আপডেট করবেন?
→ myAadhaar পোর্টালে গিয়ে লগ ইন করে “Document Update” অপশন সিলেক্ট করতে হবে ও প্রয়োজনীয় স্ক্যান কপি আপলোড করতে হবে।

৪. যদি কেউ ১৪ জুন ২০২৫-এর পর আপডেট করতে চায়?
→ তাঁকে ফিজিক্যালি আধার সেন্টারে গিয়ে আপডেট করাতে হবে এবং ফি দিতে হবে ৫০ টাকা।

৫. ফ্রি আপডেট কতবার করা যাবে?
→ নির্দিষ্ট সময়সীমার মধ্যে একবারই বিনামূল্যে আপডেটের সুযোগ দেওয়া হচ্ছে।