Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Mobile Link: জালি ইমেল আইডি এবং মোবাইল নম্বর আছে আধারের সঙ্গে লিংক? তাহলে এভাবে অনলাইনে করে ফেলুন ভেরিফাই

Updated :  Thursday, May 4, 2023 10:03 AM

ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএআই দুটি নতুন সুবিধা চালু করে দিয়েছে আধার কার্ডের জন্য। আধার কার্ডের সঙ্গে সংযুক্ত জাল মোবাইল নম্বর এবং ইমেইলের সন্ধান করা যেতে পারে এই নতুন পদ্ধতির মাধ্যমে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার আধার কার্ড যাচাই করে নিতে পারবেন, এবং জানতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে জাল মোবাইল নম্বর এবং ইমেইল লিংক করা হয়েছে কিনা। ইতিমধ্যেই এই যাচাই করণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মোবাইলে অ্যাপ এবং ওয়েবসাইট থেকে এটি আপনি ব্যবহার করতে পারবেন।

আসলে অনেক ব্যবহারকারী জানেন না কোন মোবাইল নম্বর এবং ইমেইল তাদের আধার কার্ডের সঙ্গে লিংক করা রয়েছে এই মুহূর্তে। এটি জানতে ইউআইডিএআই একটি নতুন সুবিধা চালু করেছে, যার কারণে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন মোবাইল এবং ইমেইল নম্বর তাদের আধার কার্ডের সঙ্গে লিংক করা রয়েছে। আধারের সাথে লিংক করা মোবাইল নম্বর এবং ইমেইল আইডি চেক করতে আপনাকে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এছাড়াও আপনি mAadhaar এপ্লিকেশন থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এর জন্য আপনাকে আধার কেন্দ্র বা পোস্ট অফিসে যেতে হবে না।

অনলাইন মাধ্যমে কিভাবে করবেন এই কাজ?

১. প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপরে আপনাকে ‘মাই আধার’ অপশনে ক্লিক করতে হবে এবং তারপর ‘আধার সার্ভিসেস’ অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপরে ব্যবহারকারীদের ভেরিফাই মোবাইল/ আধার নম্বরে ট্যাপ করতে হবে

৪. তারপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি নিজের মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে যাচাই করতে পারবেন।

৫. আধার নম্বর সহ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ক্যাপচার সহ আপনাকে লিখতে হবে।

৬. এরপরে ওটিপি মোবাইল এবং ইমেইল ভেরিফাই হয়ে যাবে। এভাবেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিংক করা রয়েছে।