আধার কার্ড এবং প্যান কার্ড লিংক সম্পর্কিত বড় আপডেট জারি করল সরকার, কাজটি শেষ করতে হবে দ্রুত না হলে নেওয়া হবে ব্যবস্থা
আধার কার্ড এবং প্যান কার্ড সম্পর্কিত এই বড় আপডেট জারি করেছে কেন্দ্রীয় সরকার
ভারতীয় আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং স্বাচ্ছন্দ আনার জন্য ভারতীয় সরকার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াকে বাধ্যতামূলক করে দিয়েছে। এর মাধ্যমে আর্থিক লেনদেন আরো বেশি স্বচ্ছ করে তুলেছে ভারত সরকার। এর মাধ্যমে কর ফাঁকি আরো বেশি করে রোধ করতে চাইছে সরকার। আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা শুধুমাত্র একটি আর্থিক বাধ্যতামূলক বিষয় নয়, এখন কিন্তু একটা স্বচ্ছ আর্থিক পরিবেশে তৈরি করেছে এই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার বিষয়টা। এই প্রক্রিয়া সম্পূর্ণ করা কেবলমাত্র যে আইনি সেটাই নয়, এটা কিন্তু আপনার আর্থিক লেনদেন কে আরো নির্বিঘ্ন করে তোলে।
ভারতের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলছেন, সারাদেশে এখনো পর্যন্ত ১১.৪৮ কোটি প্যান কার্ড ধারি রয়েছেন যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি। তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের প্রশ্নে সংসদে এই কথাটি বলেছেন পঙ্কজ চৌধুরী। ১ জুলাই ২০১৭ এর আগে ইস্যু করা প্যান কার্ড আধারের সাথে সংযুক্ত করা সরকার কর্তৃক বাধ্যতামূলক করা হয়েছিল।
এজন্য সময়সীমা ছিল ৩০ জুন ২০২৩। জানানো হয়েছিল যদি এটা না করা হয় তাহলে কিন্তু প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। পঙ্কজ চৌধুরী বলছেন এখনো পর্যন্ত ৬০ লক্ষেরও বেশি মানুষ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন। এর কারণে সরকার ৬০১. ৯৭ কোটি টাকা আয় করেছেন বলেও জানিয়েছেন তিনি