ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, মঙ্গলবার নিজের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন একটি নতুন সুবিধা চালু করেছে যার সাহায্যে সহজেই আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর এবং ইমেইল আইডি যাচাই করা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে লোকেরা হয়তো জানতেন না কোন মোবাইল নম্বরটি তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করেছে ইউআইডিএআই।
বিবৃতিতে বলা হয়েছে, “অনেকেই এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হন যে আধার কার্ডের ওটিপি অন্য কোন মোবাইল নম্বরে চলে আসছে কিনা। অথবা কোন ইমেইল আইডি এবং মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই নিয়েও অনেকের মধ্যে থাকে ধন্দ। এখন এই সুবিধার মাধ্যমে সহজেই সবাই জানতে পারবেন কোন মোবাইল নম্বর বা ইমেইল আইডি তাদের আধার কার্ডের সঙ্গে লিংক করা হয়েছে।” বিবৃতি অনুসারে, mAadhaar এপ্লিকেশনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে এই কাজটিই আপনি করতে পারেন। কোন মোবাইল নম্বর লিংক না থাকলে এই সুবিধাটি লোকেরা ব্যবহার করতে পারেন এবং মোবাইল নম্বর আপডেট করতে পারেন আপনারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিবৃতি অনুসারে, “যদি মোবাইল নম্বর ইতিমধ্যেই যাচাই করা থাকে তাহলে স্ক্রিনে ওই ব্যক্তির কাছে একটি বার্তা প্রদর্শিত হবে যে বার্তায় লেখা থাকবে, আপনার দেওয়া মোবাইল নম্বরটি আমাদের রেকর্ড থেকে ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। যদি কোন ব্যক্তি তার মোবাইল নম্বরটি মনে না থাকে তাহলে তিনি আধার নম্বর নেওয়ার সময় যে নম্বরটি দিয়েছিলেন, সেটি তিনি চেক করতে পারেন এই অ্যাপ্লিকেশনে। তবে সেক্ষেত্রে মোবাইল নম্বরের শেষ তিনটি ডিজিট তিনি দেখতে পাবেন।” এর পাশাপাশি আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে আপনাকে নিকটতম আধার কেন্দ্রে যেতে হবে।