আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও ছড়াছড়ি। সবাই আজকাল সোশ্যাল মিডিয়াতে নিজের একটা আলাদা পরিচয় দিতে চাইছেন। গান হোক নাচ হোক বা অন্য কোন ট্যালেন্ট, যে যেটা জানেন সেটা দিয়েই সবাই সোশ্যাল মিডিয়াতে সকলকে আনন্দ দিতে চাইছেন। সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সের হওয়াটা আজকের দিনে বেশ সহজ। তবে এর সাথেই কিছু বিষয়ে মাথায় রাখতে হয়। চাইলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রভাবী হয়ে ওঠা যায় না। আপনার ভালো নাচের অথবা গানের দক্ষতা থাকতে হবে অথবা আপনাকে মানুষজনের সাথে ভালোভাবে কথা বলতে হবে। সব মিলিয়ে কিন্তু আপনাকে সম্মান দেবে মানুষ।
আজকাল প্রতিদিন নতুন নতুন গানের এবং নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হতে থাকে। এরকম একটি নতুন ভিডিও আজকে ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি আদিবাসী গান। মূলবংশজ প্রোডাকশন হাউজের পেহেলি বর্ষাত সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে। ভিকি মেহতা এবং শীতল সেনানির এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে নিজের একটা ছাপ ফেলে দিয়েছে। তারা দুজনেই এই গানের ভাষা লিখেছেন। এই গানটি আদতে বরেলা ভাষাতে গাওয়া হয়েছে।
এই গানের ভিডিওতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রেম মেহতা এবং অঞ্জু যাদব। এছাড়াও রয়েছেন বর্ষা যাদব, নিনা যাদব, সজ্জু চৌবে এবং সন্দীপ। এই গানটির ভিডিও রেকর্ড করা হয়েছে একেবারে গ্রামের পটভূমিকায়। এই গানের ভিডিওটি পরিচালনা করেছেন ভিকি মেহতা। সম্প্রতি এই আদিবাসী গানটি সোশ্যাল মিডিয়াতে হয়েছে ব্যাপক জনপ্রিয়। ইতিমধ্যেই পাঁচ লাখের বেশি মানুষ এই গানের ভিডিওটি পছন্দ করেছেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases