Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aaja Nachle: ‘আজা নাচলে’এর তালে মাথা ঘোরানো নাচ যুবতীর, হৃদয়ের ইমোজিতে কমেন্টবক্স ভরালেন নেটনাগরিকরা

Updated :  Friday, September 1, 2023 6:31 PM

আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে, তবে সেই কনটেন্ট কিংবা ঝলক ভাইরাল হতে বাধ্য। এক্ষেত্রে কেউ নিজের প্রতিভার উপর নির্ভর করেই পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে। আবার কেউ শুধুমাত্র পরিচিতিই অর্জন করতে চান একাংশের মাঝে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণের একাংশ নিজের পরিচিতি বৃদ্ধি করার স্বার্থেই ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়াকে।

বর্তমান যুগে একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। আর সেইসমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ইনস্টাগ্রাম। আর আজকের প্রজন্ম নিজেদের অধিক পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে ফেসবুকের পরেই ব্যবহার করে থাকেন ইনস্টাগ্রামকে। অবশ্য তার একাধিক প্রমাণ মিলবে সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই। প্রতিদিন প্রতিমুহূর্তে এমন এক বা একাধিক ঝলক ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি তেমনি আরো একটি ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। দেখুন।

 

View this post on Instagram

 

A post shared by Indian Dancer (@indiandancer)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে আরো এক প্রতিভার খোঁজ মিলেছে। এই ঝলকে বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট গান ‘আজা নাচলে’র তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে এক যুবতীকে। ‘এনপি ডান্স সেন্টার’এর ছাত্রী তিনি। এদিন কালো স্লিভলেস ক্রপটপ ও ছাই রঙের স্কার্টেই নিজের নাচের লুক সেট করেছিলেন। খোলা চুলে মানানসই সাজে পরেছিলেন মানানসই কালো চুড়িও। খুব স্বাভাবিকভাবেই এই যুবতীর দক্ষ নাচের ঝলক নজর কেড়েছে একাংশের। উল্লেখ্য, এই ঝলকটি ইনস্টাগ্রামের দুটি জনপ্রিয় নাচের পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। এই ভিডিওর সূত্র ধরে প্রশংসা মিললেও, এই যুবতীর পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

MORE RELATED