বিগত এক দশকে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল জুটি প্রমাণিত হয়েছে আম্রপালি এবং নিরহুয়া। যাদের রোমান্টিক ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ার নজরে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেটে। আপনারা জানলে অবাক হবেন, তাদের রোমান্সে ভরপুর ভিডিওগুলি মুহূর্তের মধ্যে কয়েক কোটি পর্যন্ত ভিউ অর্জন করে নেয়। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলিউড সেলিব্রেটিদের কেউ টক্কর দিয়ে থাকে, তবে সেটি হল ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকা জুটি।
উল্লেখ্য, নেটিজেনরা এই জুটিকে এতটাই সুপারহিট করে তুলেছেন যে, আম্রপালি-নিরহুয়ার উপর চিত্রায়িত যেকোনো রোমান্টিক গান পরিণত হয় সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে। আপনারা জানলে অবাক হবেন, জনপ্রিয় এই জুটির উপর চিত্রায়িত হয়েছে ৩০টির বেশি সিনেমা এবং শতাধিক অ্যালবাম ভিডিও। যেগুলি মুহূর্তের মধ্যে সুপারহিট প্রমাণিত হয়েছে।
হট অভিনেত্রী আম্রপালি তার সেক্সি ফিগারের জন্য বারবার সংবাদমাধ্যমে আলোচিত হয়েছেন। তার রূপে দিশেহারা হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তার হট ফিগার তো বটেই, গানের মধ্যে সাহসিকতার সাথে রোমান্স করার পদ্ধতি নেটিজেনদের হৃদয়ে তীর বিদ্ধ করে।
বর্তমানে বহু প্রতীক্ষিত এই জুটির আরও একটি রোমাঞ্চকর ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে গোলাপি রঙের শাড়িতে তারকা অভিনেতা নিরহুয়ার বিপরীতে চরম রোমান্স করতে দেখা গেছে আম্রপালিকে। ‘নয়না করতা নিহোরা’ গানে চাঁদনী রাতে দুজনের একান্তে মিলনের দৃশ্য বর্তমানে ঘুম উড়িয়ে দিচ্ছে নেটিজেনদের। আপনাদের জন্যেও রইল ভাইরাল এই ভিডিওটি-














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film