ডিজিটাল প্লাটফর্মের এই যুগে দাঁড়িয়ে বলিউডের কোন গল্প আজ কারোর অজানা নয়। কোন অভিনেতা-অভিনেত্রী কার সাথে ডেট করছেন, কে ছুটি কাঁটাতে বিদেশ ভ্রমণ করছে, এমনকি কে কোন পার্টিতে কোন পোশাকে অংশগ্রহণ করেছেন, তাও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর বলিউডের এই সমস্ত গল্পগুলি উপভোগ করতে বেশ পছন্দ করেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা। ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে আজ বলিউডের যে কোন গল্প মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ইন্টারনেটে।
বচ্চন পরিবারের রাজকন্যা
আর সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ডিজিটাল প্লাটফর্মে ভাইরাল হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। আপনার নিশ্চয়ই জানেন, অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন সব সময় তার মায়ের সাথে সময় কাঁটাতে পছন্দ করেন। বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন হোক কিংবা সেলিব্রেটিদের মিলন মেলা, সর্বত্রই ঐশ্বর্যের সাথে দেখা যায় আরাধ্যা বচ্চনকে। যা নিয়ে সব সময় ট্রোল করতে থাকেন নেটিজেনরা।

আরাধ্যা বচ্চনের সর্বশেষ ফটো
তবে বিগত কয়েক দিনে আর আরাধ্যা বচ্চনের এমন কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেগুলি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা। কিছুদিন আগে পরিবারের সাথে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল আরাধ্যা বচ্চনকে। যেখানে তার হেয়ার কাটিং থেকে শুরু করে জমকালো ড্রেস, প্রত্যেক জিনিস নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের। এক কথায় আরাধ্যা বচ্চনকে নতুন রূপে অবতীর্ণ হতে দেখে রীতিমতো অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা। দেখুন আরাধ্যা বচ্চনের সর্বশেষ ফটো-















Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside